বিষয়বস্তুতে চলুন

বাজপাখি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাজ থেকে পুনর্নির্দেশিত)

বাজপাখি
লাল লেজের বাজপাখি

(Red-tailed Hawk)

বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: মেরুদণ্ডী
শ্রেণী: পাখি
বর্গ: একিপিট্রিফর্মিস
পরিবার: একিপিট্রিডি
বাজপাখি

বাজপাখি হলো মাঝারী আকৃতির এক প্রকার শিকারী পাখি। একে ক্ষিপ্রতার প্রতীক মানা হয়।

চরিত্র

[সম্পাদনা]

বাজপাখি মূলত তার তীক্ষ্ণদৃষ্টির জন্য খ্যাত। মেয়ে বাজপাখি পুরুষ বাজপাখির চেয়ে আকৃতিতে বড় হয়।

পোষ মানিয়ে দিলেই এর আপনার শিকার এর আওতায় হবে

খাদ্যাভ্যাস

[সম্পাদনা]

বাজপাখি সাধারণত নিজের থেকে ছোট আকৃতির জীবজন্তু যেমন মাছ, মুরগি কাঠবিড়ালী, খরগোশ, ইঁদুর , এমনকি তারা গরুর গোস্ত খেয়ে জীবনধারণ করে। এছাড়াও নিজের থেকে ছোটো আকৃতির পাখি যেমন পায়রা, ঘুঘু ইত্যাদি পাখিও এদের খাদ্যতালিকায় থাকে।

বাসস্থান

[সম্পাদনা]

বাজপাখির সবচেয়ে বড় আবাসস্থল হলো মধ্য আমেরিকা। এছাড়াও এশিয়াতেও এদের দেখা মেলে। বাংলাদেশে পাখিটি এখন কালেভদ্রে দেখা মেলে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বাংলাদেশ পত্রিকা যুগান্তর

বাংলাদেশ প্রতিদিন সংবাদ মাধ্যম