বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন
গঠিত২০০৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
মিজানুর রহমান শামীম
প্রধান প্রতিষ্ঠান
সশস্ত্র বাহিনী বিভাগ
ওয়েবসাইটwww.bnacwcafd.gov.bd

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি নিয়ন্ত্রক সংস্থা যা রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়ন ও সম্মতি নিশ্চিত করে।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৩ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশনে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালের ২৫ এপ্রিল এটি অনুমোদিত হয়। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ পাসের মাধ্যমে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন গঠন করা হয়।[১] বিএনএইচডাব্লিউসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছিল তবে পরে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগে স্থানান্তর করা হয়।[৩]

১৯ অক্টোবর ২০১৭ তারিখে বিএনএসিডব্লিউসি অ্যাডভান্সড কেমিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শিরোনামে দুই দিনের সম্মেলনের আয়োজন করে।[৪] বিএনএসিডব্লিউসি বাংলাদেশে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার পরিদর্শনের সুবিধা প্রদান করে।[৫]

২০২০ সালে, বিএনসিডাব্লিউসি'র ১৬ তম সাধারণ সভা বাংলাদেশে কোভিড-১৯ মহামারীর কারণে অনলাইন অনুষ্ঠিত হয়েছিল।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "home"bnacwcafd.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 
  2. Friday; March 16 (২০১৮-০৩-১৬)। "South Asian first responders undergo chemical emergency training"Homeland Preparedness News। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১ 
  3. "History"www.bnacwcafd.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১ 
  4. "BNACWC organises Advanced Chemical Safety and Security Management seminar"Dhaka Tribune। ২০১৭-১০-১৯। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১ 
  5. "OPCW team inspects Roxy Paints factory in city"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১ 
  6. "16th general meeting of BNACWC held Tuesday"unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১