বাংলাদেশ গেমস
নীতিবাক্য | 'হদয়ে খেলার স্পন্দন' (Sports in our heart) |
---|---|
প্রথম আসর | মার্চ, ১৯৭৮ |
আবর্তন | চার বছর |
সর্বশেষ আসর | এপ্রিল(১-১০), ২০২১ |
সদর দফতর | ঢাকা, বাংলাদেশ |
মন্তব্য | জাতীয় পর্যায়ের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা |
বাংলাদেশ গেমস হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা যেখানে দেশের সকল জেলা থেকে ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্রীড়া দল অংশগ্রহণ করে থাকে। এটি ১৯৭৮ সালে প্রথম প্রবর্তিত হয়ে ২০০২ সালে ৭ম আসর পর্যন্ত নিয়মিত অনুষ্ঠিত হয় এবং এরপর দীর্ঘ সময় যাবৎ বন্ধ থেকে সুদীর্ঘ ১১ বছর পর ২০১৩ সালে পুনরায় শুরু হয়। এরপর মুজিব শতবর্ষ উপলক্ষে ৯ম আসর এপ্রিল(১-১০),২০২১ সালে অনুষ্ঠিত হয়।
ইতিহাস[সম্পাদনা]
বিভিন্ন আসর[সম্পাদনা]
১ম বাংলাদেশ গেমস[সম্পাদনা]
২য় বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৩য় বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৪র্থ বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৫ম বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৬ষ্ঠ বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৭ম বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৮ম বাংলাদেশ গেমস[সম্পাদনা]
৯ম বাংলাদেশ গেমস[সম্পাদনা]
বাংলাদেশ গেমসের ৮ম আসরটি ২০১৩ সালের ২০ এপ্রিল[১] থেকে ২৮ এপ্রিল[২] পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ৩১টি বিষয়ে ২১টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি।[৩]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "চ্যানেলে চ্যানেলে বাংলাদেশ গেমস"। দৈনিক যায় যায় দিন। ১৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫।
- ↑ "২০ এপ্রিল থেকে বাংলাদেশ গেমস"। দৈনিক কালের কন্ঠ। ২৬ ফেব্রুয়ারি ২০১৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫।
- ↑ "যথাসময়েই শুরু হচ্ছে বাংলাদেশ গেমস"। দৈনিক যায় যায় দিন। ১২ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫।