বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজিডব্লিউইউসি
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ
প্রতিষ্ঠাকাল১৯৯৭
অবস্থান
মূল ব্যক্তিত্ব
মাহতাব উদ্দিন শাহিদ, সভাপতি[]
সালাউদ্দিন শাপন, সাধারণ সম্পাদক
আমিরুল হক আমিন, চেয়ারম্যান
প্রধান প্রতিষ্ঠান
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিটি কাউন্সিল (বিজিডব্লিইউসি) একটি জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র যা বাংলাদেশে অবস্থিত। এই কেন্দ্রটি ২১টি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে একত্রিত করে।[]

কর্মসূচি

[সম্পাদনা]

পূর্ণ মজুরি এবং বোনাস

[সম্পাদনা]

বিগিডব্লিউইউসি বারবার শ্রমিকদের মজুরি ও বোনাস সময়মতো এবং সম্পূর্ণ পরিশোধের দাবি জানিয়েছে। উদাহরণস্বরূপ, ২০০৬ সালের জানুয়ারিতে, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সদর দপ্তরের সামনে বিক্ষোভের আয়োজন করে, শ্রমিকদের ঈদ-উল-আযহা বোনাস পরিশোধের দাবিতে।[] ২০০৮, ২০১৩ এবং ২০১৮ সালে আবারো ঈদ বোনাস এবং মজুরি পরিশোধে দেরি হলে সংগঠনটি সময়মতো তাদের পরিশোধের দাবি জানায়।[][][]

ন্যূনতম মজুরি

[সম্পাদনা]

বিগিডব্লিউইউসির আরেকটি দাবির বিষয় হলো ন্যূনতম মজুরি বৃদ্ধি। উদাহরণস্বরূপ, বিগিডব্লিউইউসি ১৯৯৪ সালের ন্যূনতম মজুরি ১,৮০০ টাকা (~€১৭,৫/$২১,২) করার দাবিতে ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে বিক্ষোভের আয়োজন করেছিল।[] ২০১০ সালে, বিগিডব্লিউইউসি ঢাকার জাতীয় প্রেস ক্লাব এর সামনে বিক্ষোভের আয়োজন করে এবং ন্যূনতম মজুরি ৫,০০০ টাকা করার দাবি জানায়।[] ২০১৮ সালে, বিগিডব্লিউইউসি এবং অন্যান্য শ্রমিক অধিকার সংগঠন ন্যূনতম মজুরি ১৬,০০০ টাকা করার দাবি জানায়।[]

বিগিডব্লিউইউসি নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের উদযাপনে অংশগ্রহণ করে, বিশেষ করে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং বাংলাদেশের বিজয় দিবস। উদাহরণস্বরূপ, বিগিডব্লিউইউসি ২০০৪ সালের মে দিবসের প্রোগ্রাম আয়োজনকারী অনেক বাংলাদেশি ট্রেড ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের মধ্যে ছিল।[১০]

সমালোচনা

[সম্পাদনা]

বিগিডব্লিউইউসির কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে, কারণ এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একটি পুনরাবৃত্ত প্যাটার্ন অনুসরণ করছে: প্রথমে কঠোর দাবি ঘোষণা করে, তারপর বিগমিএ-এর পক্ষ থেকে আলোচনায় অনীহা থাকে, তারপর ধর্মঘট এবং বিগমিএ দ্রুত চুক্তিতে আসার চেষ্টা করে, এবং শেষমেশ, চুক্তি বাস্তবায়ন না করার প্রবণতা দেখা যায়। এটি ইউনিয়নের অকার্যকারিতার একটি প্রধান উদাহরণ এবং "শ্রমের অক্ষমতার" একটি সূচক হিসেবে বর্ণনা করা হয়েছে।[১১]

ইতিহাস

[সম্পাদনা]

বিগিডব্লিউইউসি ১৯৯৭ সালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং আরও ছয়টি শ্রমিক ফেডারেশনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[]

সম্পর্কিত সংগঠন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "র‌্যাম্প গার্মেন্টস শ্রমিকরা রমজানের ২০ তারিখের মধ্যে মজুরি ও ভাতা দাবি করেন"নিউ এজ। ২০১৮-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১ 
  2. আবদুল্লাহ আল ফারুক (২০০৯)। বাংলাদেশের শিল্প সম্পর্ক ব্যবস্থার বর্তমান অবস্থা এবং বিবর্তন (পিডিএফ) (প্রতিবেদন)। আইএলও। পৃষ্ঠা ২৩–২৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-১০ 
  3. তানিম, ফাইজুল খান (২০০৬-০১-০৯)। "গার্মেন্ট শ্রমিকদের ঈদ বোনাসের অবিরাম সংগ্রাম"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১ 
  4. "র‌্যাম্প শ্রমিকরা মজুরি ও বোনাসের জন্য চাপ দেন"দ্য ডেইলি স্টার। ২০০৮-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১ 
  5. "গার্মেন্ট শ্রমিকরা বোনাসের দাবিতে শহরে বিক্ষোভ করেন"দ্য ডেইলি স্টার। ২০১৩-০৭-০৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-১২ 
  6. "ঈদের ১০ দিন আগে র‌্যাম্প শ্রমিকদের মজুরি দিন: বিগিডব্লিউইউসি"দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। ২০১৮-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-১২ 
  7. "'চুক্তি বাস্তবায়ন করুন'"দ্য ডেইলি স্টার। ২০০৪-০৯-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-১০ 
  8. "গার্মেন্ট শ্রমিকরা ন্যূনতম মজুরি ৫,০০০ টাকা করার দাবি জানান"দ্য ডেইলি স্টার। ২০১০-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১ 
  9. "র‌্যাম্প শ্রমিক অধিকার সংগঠনগুলো ন্যূনতম মজুরি ১৬,০০০ টাকা করার দাবি জানায়"দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। ২০১৮-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-১২ 
  10. "মে দিবস আজ"দ্য ডেইলি স্টার। ২০০৪-০৫-০১। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১ 
  11. রহমান, জিয়া; ল্যাংফোর্ড, টম (২০১২)। "কেন শ্রমিক ইউনিয়ন ব্যর্থ হয়েছে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের ক্ষেত্রে"। মোসোয়েটা, সারাহ; উইলিয়ামস, মিশেল। Labour in the Global South. Challenges and Alternatives for Workers (পিডিএফ)আইএলও। পৃষ্ঠা ৯৯। আইএসবিএন ৯৭৮-৯২-২-১২৬২৩৯-৮ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)