বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MustafaKamal (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০৫, ২৯ জুন ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
সভাপতিজি. এম. শাহাদাত হোসাইন মানিক[১]
মহাসচিবইমরান হুসাইন তুষার
প্রতিষ্ঠা২১ জানুয়ারি ১৯৮০[২][৩]
সদর দপ্তর২০৫/৫, আল-বশীর প্লাজা, ফকিরাপুল, বক্স কালভার্ট রোড, ঢাকা
ভাবাদর্শসুন্নী
আন্তর্জাতিক অন্তর্ভুক্তিনা
ওয়েবসাইটhttp://www.chattrasena.org.bd

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাংলাদেশের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। সংগঠনটি আদর্শিকভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাথে সংযুক্ত।

প্রতিষ্ঠা

আহ্বায়কসহ মোট এগারোজন সদস্য নিয়ে ১৯৮০ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের পশ্চিমে দেবপাহাড়ে আহলা দরবার শরিফের খানকায়[৪] এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন মুহাম্মদ আব্দুল মান্নান

লোগো

লোগোতে একটি অর্ধ চাঁদের উপরে একটি তারা আছে এবং নিচে কোরআনের একটি আয়াতাংশ-"জা'ল হক ওয়া জা'হাকাল বাতিল" (সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে) লেখা আছে

পতাকা

পতাকায় লম্বালম্বিভাবে সাদা ও আড়াআড়িভাবে উপরে কালো ও নিচে সবুজ রঙ থাকবে

উদ্দেশ্য ও লক্ষ্য

কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা।

মূলনীতি

ঈমান, আক্বিদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "ইসলামী ছাত্রসেনার নতুন কমিটি"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯ 
  2. "বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  3. "চট্টগ্রামে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সমাবেশ"। দৈনিক ইনকিলাব। ২২ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৮ 
  4. এম. এ. মতিন (২০১০)। সুন্নি জাগরণের সূচনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২০৫/৫, আল বশির প্লাজা, ফকিরাপুল, ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (প্রকাশিত হয় ২০১০-০৭-০৩)। পৃষ্ঠা ৬।