বিষয়বস্তুতে চলুন

বসেন মুর্মু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বসেন মুর্মু
জন্ম(১৯৮৭-০৪-০৯)৯ এপ্রিল ১৯৮৭
বারহাজিয়াং, ময়ুরভঞ্জ জেলা, ভারত
মৃত্যু৮ জুন ২০২০(2020-06-08) (বয়স ৩৩)
পেশা
  • গায়ক
  • গীতিকার

বসেন মুর্মু (সাঁওতালি: ᱵᱚᱥᱮᱱ ᱢᱩᱨᱢᱩ; ৯ এপ্রিল ১৯৮৭ – ৮ জুন ২০২০) ছিলেন সাঁওতালি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একজন নামকরা সংগীতশিল্পী। তিনি “কুলমি দারে লেকাম হারায়েন”, “ছেমেক ছেমেক”, “জিয়ী রানী তিসেম হিজুগ” প্রভৃতি সাঁওতালি ভাষায় জনপ্রিয় গানগুলি গেয়েছেন।[]

জীবনী

[সম্পাদনা]

বসেন মুর্মু মোট পাঁচশয়েরও বেশি সাঁওতালি গানে সুর দিয়েছেন। গানগুলির কারণে তিনি জনসাধারণের কাছে খুবই পরিচিতি লাভ করেন। এইসব গানের মধ্যে রয়েছে “কুলমি দারে লেকাম হারায়েন”, “ছেমেক ছেমেক”, “জিয়ী রানী তিসেম হিজুগ” এবং “আলাক জাদি নাদি লেকা”।

বসেন মুর্মু ৯ এপ্রিল ১৯৮৭ সালে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বারহাজিয়াং গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার মাতার নাম মায়ন মুর্মু, পিতার নাম নারান মুর্মু এবং স্ত্রীর নাম মমতা মুর্মু। ভাগ্যলক্ষ্মী মুর্মু তার মেয়ে।

মুর্মু ৮ জুন ২০২০ সালে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।[] তার কোন পূর্ব রোগলক্ষণ ছিল না। ৮ জুন তিনি হঠাৎ করে পড়ে যান এবং তাকে চিকিৎসার জন্য রায়রঙ্গপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱮᱨᱮᱧ ᱨᱩᱥᱤᱠᱟ ᱵᱟᱥᱮᱱ ᱢᱩᱨᱢᱩ ᱫᱚᱭ ᱵᱟ.ᱜᱤᱭᱟᱫ ᱵᱚᱱᱟ" [সাঁওতালি সংগীতশিল্পী বসেন মুর্মু আমাদের ছেড়ে চলে গেছেন]। সাঁওতালি নিউজ (সাঁওতালি ভাষায়)। ৮ জুন ২০২০। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০ 
  2. "ଯୁବ ସାନ୍ତାଳୀ ଗାୟକ ବସେନ ମୁର୍ମୁଙ୍କ ପରଲୋକ" (ওড়িয়া ভাষায়) (৩৯)। সুম্মা রিয়েল মিডিয়া প্রাইভেট লিমিটেড। ৯ জুন ২০২০। পৃষ্ঠা ৪। ৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২০