বসুন্ধরা কিংস আল্ট্রাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বসুন্ধরা কিংস আল্ট্রাস
উপনামRed Army
সংক্ষিপ্ত রূপBKU
প্রতিষ্ঠিত২৯ এপ্রিল ২০২১; ৩ বছর আগে (2021-04-29)
ধরনSupporters' group,Ultras group
ক্লাববসুন্ধরা কিংস
নীতিবাক্যAlways supportive
অবস্থানঢাকা, বাংলাদেশ
বসুন্ধরা কিংস এরিনা
স্ট্যান্ডNorth Gallery
FounderMD Saruare Alam Khan
MD Omayes Sarker
Mahamudul rifat
রং         

বসুন্ধরা কিংস আল্ট্রাস (বিকেইউ) হল বাংলাদেশের প্রথম নিবন্ধিত ফ্যান ক্লাব,[১] যেটি ২৯ এপ্রিল ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংসকে সমর্থন করে।[২] এটি দেশের অন্যতম বড় ফ্যান ক্লাব।[৩]

ইতিহাস[সম্পাদনা]

বসুন্ধরা কিংস আল্ট্রাস বাংলাদেশের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম স্বীকৃত অফিসিয়াল ফ্যান ক্লাব।[৪] এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সক্রিয় ফ্যান ক্লাব। বসুন্ধরা কিংস আল্ট্রাস প্রতিষ্ঠার পর থেকে, তারা ক্লাবের গেমের ১০০ গ্যালারিতে উপস্থিত রয়েছে তাদের অটুট সমর্থনের কারণে, বসুন্ধরা কিংস আল্ট্রাসকে মিড-গ্রাউন্ড আল্ট্রাসের জন্য উত্তর গ্যালারী বরাদ্দ করা হয়েছে। [৫] তারা বিশ্ব আল্ট্রার প্রচারের অংশ এবং আধুনিক ফুটবলের নবজাগরণের পিছনে একটি চালিকা শক্তি। বসুন্ধরা কিংস আল্ট্রাসও বড় টিফোস তৈরির জন্য বিখ্যাত। ১৪ জুলাই আবাহনীর বিপক্ষে বসুন্ধরা কিংস আল্ট্রাস ১২০০ বর্গফুটের একটি টিফো এনেছিল, যা বাংলাদেশের ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে বড় টিফো। বসুন্ধরা কিংস আল্ট্রাস ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে তাদের সদস্যদের পরিচালনা করে। বাংলাদেশ ফুটবল এবং বসুন্ধরা কিংসের জনপ্রিয়তা বৃদ্ধি এবং গ্যালারিতে দর্শকদের উপস্থিতিতে বসুন্ধরা কিংস আল্ট্রাসের অবদান সবচেয়ে উল্লেখযোগ্য। তারাই প্রথম বাংলাদেশের ফুটবলের গ্যালারিতে রঙিন ধোঁয়া ও পাইরো নিয়ে আসে।[৬] প্রায় সব জেলাতেই আল্ট্রার সদস্য রয়েছে।[৭] এখন পর্যন্ত এই সংস্থায় 6টি জোনাল স্কোয়াড এবং প্রায় ৫০০ সক্রিয় আল্ট্রা সদস্য রয়েছে। বসুন্ধরা কিংস আল্ট্রাস ফেসবুক গ্রুপের ৩৮,০০০ এরও বেশি সদস্য রয়েছে, যা বাংলাদেশী ক্লাব ফুটবল ফ্যান বেসের ইতিহাসে বৃহত্তম।[৮]

বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগ ছিল ১৯ শতক। একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়া ফুটবলের উত্তেজনাকে জয় করলেও পরবর্তী কোনো দলই ৯০ দশকের উন্মত্ততা ও উত্তেজনাকে স্পর্শ করতে পারেনি। ইলেক্ট্রনিক মিডিয়া ও স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে সে সময় ইউরোপীয় ফুটবলের জাগরণ শুরু হয়েছিল। প্রায় ৫০+ ইউরোপিয়ান ফুটবল ফেইসবুক গ্রুপ নিয়ে তখন তেরো কর্মকর্তা ইউরোপিয়ান ফ্যান ক্লাব গঠন করা হয়েছিল। এই জাগরণ সত্ত্বেও ঘরোয়া ফুটবলের গ্যালারি একসময় ফাঁকা ছিল। এমডি সরুয়ারে আলম খান ইউরোপীয় ফুটবলে আসক্ত তরুণ ফুটবল ভক্তদের ঘরোয়া ফুটবলের গ্যালারিতে নিয়ে আসার প্রত্যয় নিয়ে ২৯ এপ্রিল ২০২১ তারিখে "বসুন্ধরা কিংস আল্ট্রাস" নামে একটি ফেসবুক পেজ তৈরি করেন। মূলত আল্ট্রাদের যাত্রা শুরু হয়েছিল এই পেজের মাধ্যমে। এরপর সহ-প্রতিষ্ঠাতা ওমায়েস সরকার ও মাহামুদুল রিফাতের ব্যবস্থাপনায় মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক গ্রুপ ধীরে ধীরে সদস্য সংগ্রহ করতে থাকে।

আল্ট্রাস তাদের প্রথম অফিসিয়াল গ্যালারি ১৭ ফেব্রুয়ারি, ২০২২ সালে-এ আত্মপ্রকাশ করে, প্রাথমিক বছরগুলিতে তাদের কাঠামো তৈরি করার পরে, ১ ফেব্রুয়ারি, ২০২২ সালে বসুন্ধরা কিংস আল্ট্রাস জনাব মোঃ ইমরুল হাসানের স্বাক্ষরিত একটি শংসাপত্রের মাধ্যমে "অফিসিয়াল ফ্যান ক্লাব" হিসাবে স্বীকৃত হয়।, বসুন্ধরা কিংসের মাননীয় সভাপতি ড. এরপর বিভিন্ন জোন গঠনের মাধ্যমে সারাদেশে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক ও সদস্য সংখ্যা ৫০০ এর বেশি।

বসুন্ধরা কিংস মনে করে, এদেশে ফুটবল নিয়ে সবসময়ই উত্তেজনা ও চাহিদা ছিল।[৯]

আল্ট্রাস গ্যালারিতে সেই উত্তেজনা আনতে চায় এবং গ্যালারি থেকে ফুটবলের স্বার্থে প্রয়োজনীয় সমস্ত দাবি নিয়ে কথা বলতে চায়।

তরুণদের গ্যালারিতে আনতে বসুন্ধরা কিংস আল্ট্রাস তাদের ইভেন্টে বিভিন্ন নতুনত্ব নিয়ে এসেছে।[১০]

প্রাথমিক বছর: ২০২১-২০২৩[সম্পাদনা]

বসুন্ধরা কিংস আল্ট্রাস তার প্রতিষ্ঠার ২ বছরের মধ্যে ক্লাব থেকে অফিসিয়াল স্বীকৃতি পাওয়ার পর থেকে বেশ কিছু উদ্ভাবন নিয়ে এসেছে। শুরুতে আল্ট্রাদের মতাদর্শ চিনতে অসুবিধা হয়েছিল, কিন্তু তাদের কার্যকলাপের ফলস্বরূপ, আল্ট্রারা এখন সবার কাছে একটি পরিচিত নাম। দেশের ফুটবলে প্রাণ ফিরে এসেছে গ্যালারিতে। জাতীয় দলের পাশাপাশি বসুন্ধরা কিংসের গ্যালারিতেও ছিল বিপুল দর্শক। ২০২২ সালের মাঝামাঝি, বসুন্ধরা কিংস আল্ট্রাস গ্যালারিতে রঙিন ধোঁয়া উড়তে শুরু করে, যা বাংলাদেশ ফুটবলের গ্যালারিতে একটি নতুন সংযোজন। এরপর রঙিন ধোঁয়া, আতশবাজি (পাইরো), ভুভুজেলা, ঢোলের পাশাপাশি দেখা গেল সমবেত উপস্থিতি।

গ্যালারিতে অন্য দলের ভক্তদেরও নজর কেড়েছে বসুন্ধরা কিংস আল্ট্রাস। ৭ নভেম্বর ২০২৩ মোহনবাগান সমর্থক গোষ্ঠী "মেরিনার্স বেসক্যাম্প – আল্ট্রাস মোহনবাগান" এর কিছু সদস্য বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত তাদের অ্যাওয়ে ম্যাচ (বসুন্ধরা কিংসের হোম ম্যাচ) দেখতে এসেছিলেন।[১১] বসুন্ধরা কিংস আল্ট্রাস তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং শুভেচ্ছা ও উপহার বিনিময় করে। সেই ম্যাচে তারা হেরেছিল ২-১ গোলে।[১২] বসুন্ধরা কিংস আল্ট্রাস গত বছরের ১৪ জুলাই ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচের জন্য নিজস্ব লোগো সহ ১,২০০ বর্গফুট টিফোও প্রদর্শন করেছিল, যা বাংলাদেশের ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে বড় টিফো হিসাবে বিবেচিত হয়। কিংস আল্ট্রাস ইউরোপীয় ভক্তদের মতো স্ক্রিনিংয়ের মাধ্যমে ম্যাচ দেখার নজির স্থাপন করেছে। ১১ ডিসেম্বর ভারতে এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা হওয়ায় ভিসা জটিলতার কারণে আল্ট্রাস সদস্যরা ভারতে যেতে পারেননি। তাদের প্রিয় ক্লাবের সমর্থনে, প্রথমবারের মতো, "লাইভ ম্যাচ স্ক্রীনিং" এর আয়োজন করা হয়েছে, যেখানে অর্ধশত সদস্য গেমটি উপভোগ করে। বসুন্ধরা কিংস আল্ট্রাস শুধু গ্যালারিতেই থাকে না ফুটবলের চেতনা ছড়িয়ে দিতে মাঠেও খেলে। রাজধানী ঢাকা, ময়মনসিংহগোপালগঞ্জের নিজস্ব আন্ডারগ্রাউন্ড ফুটসাল দল রয়েছে। তারা এ পর্যন্ত বেশ কয়েকটি ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে বসুন্ধরা কিংস আল্ট্রাস তাদের কার্যক্রমে নতুনত্ব এনেছে, যা সহজেই দেশের তরুণ ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা[সম্পাদনা]

বসুন্ধরা কিংস আল্ট্রাসের চেয়ারম্যান সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছেন এবং আল্ট্রাসের জন্য নতুন কিছু করতে যাচ্ছেন [১৩] যাতে সারা দেশে আরও বেশি ভক্ত আকৃষ্ট হয়।[১৪]

কার্যক্রম[সম্পাদনা]

মোহনবাগান এসজির বিরুদ্ধে এএফসি কাপ ২০২৩/২৪ ম্যাচে তাদের দলকে সমর্থন করার জন্য কিংস এরিনায় আল্ট্রাস সদস্যরা উপস্থিত ছিলেন। [১৫] বিপিএলের এখন পর্যন্ত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে অবস্থানে ছিলেন বিকেইউ’র সদস্যরা। ঘরের মাঠে ০-২ গোলে জিতেছে তারা।[১৬]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. TBS, Sports (১৮ ডিসেম্বর ২০২৩)। "Bashundhara Kings Ultras: The first fan club of its kind in Bangladesh"The Business Standard 
  2. Daily Observer, Sports (৭ ফেব্রুয়ারি ২০২৩)। "Bashundhara Kings Ultras recognised as an official fan club"Daily Observer 
  3. Kalerkantho, Sports (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Bashundhara Kings Ultras got official recognition"Kalerkontho 
  4. "অফিশিয়াল স্বীকৃতি পেল বসুন্ধরা কিংস আল‍ট্রাস"www.kalerkantho.com। ২৩ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  5. "অফিসিয়াল ফ্যান ক্লাবের স্বীকৃতি পেলো বসুন্ধরা কিংস আলট্রাস"www.ekusheysangbad.com। ৪ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 
  6. "যেখানে দক্ষিণ এশিয়ায় প্রথম বসুন্ধরা কিংস"www.banglanews24.com। ২ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  7. "বসুন্ধরা কিংসের শুরুর প্রেক্ষাপট"www.protidinerbangladesh.com। ২ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  8. "প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস"www.channel24bd.tv.com। ৮ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪ 
  9. "কিংস অ্যারিনা মাতিয়ে রাখছে আলট্রাস"www.bd-pratidin.com। ৩ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  10. "নতুনত্ব নিয়ে আসছে বসুন্ধরা কিংস আলট্রাস"banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৪ 
  11. "মোহনবাগানকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস"www.banglanews24.com। ৯ নভেম্বর ২০২৩। 
  12. "Bashundhara Shock For Mohun Bagan In AFC Cup"timesofindia.indiatimes.com। ৮ নভেম্বর ২০২৩। 
  13. "গ্যালারি মাতিয়ে রাখতে নতুনত্ব নিয়ে হাজির 'আলট্রাস'"www.channel24bd.tv। ২৫ জানুয়ারি ২০২৪। 
  14. "নতুনত্বই লক্ষ্য বসুন্ধরা কিংস আলট্রাসের"www.offsidebangladesh.com। ২৫ জানুয়ারি ২০২৪। 
  15. Khelnow, Sports (৭ নভেম্বর ২০২৩)। "AFC Cup: Bashundhara Kings beat heavyweights Mohun Bagan"Khelnow 
  16. Offside Bangladesh, Football (২৬ জানুয়ারি ২০২৪)। "কিংস জুজু'তে আবারো পরাভূত আবাহনী"www.offsidebangladesh.com