বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা
Boyrat Majail Fazil Madrasah
অবস্থান
বয়রাট-মাজাইল

পাংশা, রাজবাড়ী
,
বাংলাদেশ
,
৭৭২০
তথ্য
অন্য নামসাঈদীবাগ, বয়য়াট মাদ্রাসা
বিদ্যালয়ের ধরনফাজিল
প্রতিষ্ঠাকাল১৯৫৩ খ্রীঃ
প্রতিষ্ঠাতামাওলানা সাঈদ আহমেদ রহঃ
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডBMEB
বিদ্যালয় জেলারাজবাড়ী
বিভাগমানবিক
সেশনজানুয়ারি-ডিসেম্বর
ইআইআইএন113388
অধ্যক্ষএস. এম. কাউছার (ভারপ্রাপ্ত)
শ্রেণীপ্রথম-ফাজিল শ্রেনী
শিক্ষা ব্যবস্থামাদ্রাসা
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়10 AM–4 PM
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক ও আবাসিক
ওয়েবসাইটওয়েবসাইট

বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা রাজবাড়ী জেলার একটি ঐতিয্যবাহী মাদ্রাসা যা সাঈদীবাগবয়য়াট মাদ্রাসা নামে পরিচিত। ১৯৫৩ সালে মাওলানা সাঈদ আহমেদ (রহঃ) কর্তিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়[১] বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। আর তিনিই এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ।

[২] [১]

ইতিহাস[সম্পাদনা]

মাওলানা সাঈদ আহমেদ (রহঃ) হাট হাজারী বিশ্ববিদ্যালয় থেকে ইলমে বাতিনে পরিপক্কতা লাভের পর পর তাঁর ওস্তাদজী তাঁকে কতিপয় নমুনাসহ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিওনের অন্তর্গত বয়রাট-মাজাইল এলাকায় দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেরন করেন। তিনি ১৯৫২ সালে সর্ব প্রথম এই এলাকায় আগমন করেন এবং পর্যবেক্ষণ করে চলে যান। ১৯৫৩ সালে তিনি আবারো এই স্থানে আসেন এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গের সঙ্গে পরামর্শ করে প্রাইমারি স্কুলের পাশে মাদরাসা প্রতিষ্ঠা করেন।[৩]

পোশাক[সম্পাদনা]

[৪]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বয়রাট মাজাইল ফাযিল মাদরাসায় আলিয়া শাখার পাশাপাশি হেফজ ও কিরাত শাখা রয়েছে। আলিয়া শাখায় প্রথম শ্রেণী থেকে ফাজিল শ্রেণী পর্যন্ত রয়েছে মানসম্মত শিক্ষাব্যাবস্থা। হেফজ ও কিরাত শাখায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও শিক্ষা লাভের সুযোগ রয়েছে।

শাখা[সম্পাদনা]

  • আলিয়া শাখা।
  • হেফজ শাখা (পুরুষ)।
  • হেফজ শাখা (মহিলা)।
  • কিরাত শাখা (পুরুষ)।
  • কিরাত শাখা (মহিলা)।

ক্যাম্পাস[সম্পাদনা]

মাদরাসাটি ২টি চারতলা ভবন, ২টি দ্বিতল ভবন, ১টি বড় পুকুর, ১টি মসজিদ ও বিভিন্ন ফুল-ফলের গাছ নিয়ে গঠিত। এছাড়াও মাদরাসার পশ্চিম দিকে একটি ছোট নদী রয়েছে। শিক্ষার্থীদের কোলাহল প্রায় ১ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।[৫]

শিক্ষক-কর্মচারী[সম্পাদনা]

বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ১০০০ শিক্ষার্থীদের পরিচালনা করার জন্য ২২ জন শিক্ষক, ১ জন গ্রহন্থাগারক ও ৫ জন অফিস কর্মচারী রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাদ্রাসার অবস্থান (ম্যাপ)"Google Maps 
  2. "Boyrat Majail Fazil Madrasha"EduportalBD 
  3. "Boyrat Majail Fazil Madrasha"সহপাঠী 
  4. "বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা"BMFS। ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩ 
  5. "বয়রাট মাজাইল ফাযিল মাদরাসা"BMFM। ১৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।