বধুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বধুয়া হলো প্রাচীন ভারতের বৈদিক যুগে নারী ও পুরুষ কর্তৃক পরিধানকৃত এক ধরনের দাম্পত্য পোশাক। এটি তুলা, উল এবং পশুর চামড়া দিয়ে তৈরি করা হত। অনুষ্ঠানের পর বিয়ের পোশাকটি একজন ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হত। [১] [২] [৩] [৪]

বৈদিক আর্যদের পোশাক[সম্পাদনা]

বৈদিক সাহিত্যের অধ্যয়ন থেকে জানা যায় যে, বৈদিক আর্যরা অলঙ্কার পছন্দ করতেন এবং সুন্দর পোশাক পরিধান করতেন। তারা স্বর্ণ বা রূপার তৈরি অলংকার সহ বিভিন্ন রঙের পোশাকও পরতেন। পোশাক পুরুষ এবং নারী উভয়ের জন্যই একই রকম ছিল। তবে, পরিধান করার শৈলীতে ছিল বৈচিত্র্য। বাস বা নিচের পোশাক, এবং অধিবাস, বা উপরের পোশাক, ঋগ্বেদিক আর্যদের কর্তৃক পরিধানকৃত সবচেয়ে বহুল প্রচলিত এবং সাধারণ পোশাক।' পরবর্তী সময়ে, নিবি' (অন্তর্বাস) ব্যবহার করা হত। তাছাড়া, সাধারণ জনগণ আতকা এবং দ্রাপী নামের পোশাকও পরত। মহিলা নর্তকীরা একটি এমব্রয়ডরি করা পোশাক পরত। বিয়ের অনুষ্ঠানে কনে বধুয়া পরিধান করত। [২]

বধুয়ার উল্লেখ ঋগ্বেদের দশম মণ্ডলের ৮৫ সূক্তের ৩৪তম মন্ত্রে, অথর্ববেদের ১৫ কাণ্ডের ২ সূক্তের ৪১তম মন্ত্রে, কৌশিক সূত্রে ও আশ্বলায়ন গৃহ্য়সূত্রে পাওয়া যায়। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bhushan, Jamila Brij; Brijbhushan, Jamila (১৯৫৮)। The Costumes and Textiles of India (ইংরেজি ভাষায়)। Taraporevala's Treasure House of Books। পৃষ্ঠা 15। 
  2. A. BISWAS। INDIAN COSTUMES। পৃষ্ঠা 6। 
  3. Society, Pakistan Historical (২০০৫)। Journal of the Pakistan Historical Society (ইংরেজি ভাষায়)। Pakistan Historical Society.। পৃষ্ঠা 77। 
  4. Joshi, Pranshankar Someshwar। Ancient Indian History - Civilization and Culture (ইংরেজি ভাষায়)। S. Chand। পৃষ্ঠা 84। 
  5. Macdonell, Arthur Anthony; Keith, Arthur Berriedale (১৯১২)। Vedic index of names and subjects। Robarts - University of Toronto। London, Murray। পৃষ্ঠা 286।