ফ্র্যাংক অ্যারুন্ডেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্র্যাংক অ্যারুন্ডেল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্র্যাংক উইলিয়াম অ্যারুন্ডেল
জন্ম (১৯৩৯-০২-২০)২০ ফেব্রুয়ারি ১৯৩৯
জন্ম স্থান প্লিমাথ, ইংল্যান্ড
মৃত্যু মে ১৯৯৪ (বয়স ৫৪–৫৫)
মৃত্যুর স্থান প্লিমাথ, ইংল্যান্ড
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
প্লিমাথ আর্গাইল
টর্কি ইউনাইটেড
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ফ্র্যাংক উইলিয়াম অ্যারুন্ডেল (ইংরেজি: Frank Arundel; ২০ ফেব্রুয়ারি ১৯৩৯ – মে ১৯৯৪; ফ্র্যাংক অ্যারুন্ডেল নামে সুপরিচিত) একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন।[১] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় প্লিমাথ আর্গাইল এবং টর্কি ইউনাইটেডের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ফ্র্যাংক উইলিয়াম অ্যারুন্ডেল ১৯৩৯ সালের ২০শে ফেব্রুয়ারি তারিখে ইংল্যান্ডের প্লিমাথে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৯৪ সালের মে মাসে, ইংল্যান্ডের প্লিমাথে তিনি মৃত্যুবরণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Frank Arundel (February 20, 1939 — 1994), British association football player"prabook (ইংরেজি ভাষায়)। প্রাবুক। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২