ফ্রেদি আগুইলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রেদি আগুইলার
১৯৮৮ সালে ফিলিপাইনের ম্যানিলার টোন্ডোতে আগুইলার
১৯৮৮ সালে ফিলিপাইনের ম্যানিলার টোন্ডোতে আগুইলার
প্রাথমিক তথ্য
জন্মনামফার্দিনান্দ পাসকুয়াল আগুইলার
উপনামকা ফ্রেদি, আব্দুল ফরিদ
জন্ম (1953-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৫৩ (বয়স ৭১)
উদ্ভবইলাগ্যান, ইসাবেলা, ফিলিপাইন
ধরনলোকসঙ্গীত, ম্যানিলা সাউন্ড, মৌলিক ফিলিপিনো সঙ্গীত
পেশাসুরকার, গীতিকার
বাদ্যযন্ত্রকন্ঠ, গিটার, বেস গিটার
কার্যকাল১৯৭৩-বর্তমান
লেবেলভিকর মিউজিক/সানসাইন, আরসিএ রেকর্ডস
দাম্পত্য সঙ্গীজোসেফিন কুইফো (বি. ১৯৭৩–২০০৮)
সন্তানম্যাগান আগুইলার
জোনান আগুইলার
জেরিকো আগুইলার
ওয়েবসাইটfreddieanakaguilar.com

ফার্দিনান্দ পাসকুয়াল আগুইলার (জন্ম ফেব্রুয়ারি ৫, ১৯৫৩), যিনি ফ্রেদি আগুইলার বা কা ফ্রেদি আগুইলার নামেই বেশি পরিচিত, ফিলিপাইনের লোক সঙ্গীত শিল্পী। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার বায়ান কো-এর জন্য যা মার্কোস শাসনের বিরুদ্ধে ১৯৮৬ সালে জনশক্তি বিপ্লবে ব্যবহৃত সঙ্গীত হয়ে উঠে।[১] এছাড়াও তিনি তার আনাক গানের জন্যও জনপ্রিয় হন যা ফিলিপাইনে সর্বকালের সবচেয়ে বেশিবার বিক্রির রেকর্ড অর্জন করে।[২] তিনি পিয়ানো রক করতেই বেশি পছন্দ করেন।[৩]

তিনি ফিলিপাইনে, এশীয়-প্রশান্ত অঞ্চলে ও আন্তর্জাতিকভাবেও ব্যাপক পরিচিত, এছাড়াও তাকে ফিলিপাইনের অন্যতম শ্রেষ্ঠ সুরকার ও গীতিকার হিসেবে বিবেচনা করা হয়।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফ্রেদি আগুইলারের সঙ্গীতজীবন শুরু হয় ছোটবেলা থেকেই। ১৪ বছর বয়সেই তিনি গান লিখেছিলেন। ১৭ বছর বয়সে আগুইলার প্রথমবারের মত গিটার বাজিয়েছিলেন এবং ২০ বছর বয়স থেকে স্টেজে সঙ্গীত পরিবেশন শুরু করেন।[৪]

ফ্রেদি আগুইলারডি গুজম্যান ইন্সটিটিউট অব টেকনোলজিতে তড়িৎ কৌশল বিষয়ে অধ্যয়ন শুরু করেন ,কিন্তু তিনি ডিগ্রী লাভের পূর্বেই শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করেন। পরবর্তীতে তিনি সঙ্গীতে মনোনিবেশ করেন এবং প্রথম দিকে তিনি রাস্তায় রাস্তায় সঙ্গীত পরিবেশন করতেন। এরপর কিছুদিন লোক সঙ্গীত ক্লাব ও বার সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেন।[৫] ১৮ বছর বয়সে আগুইলার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান ও কলেজ ত্যাগ করেন। পাঁচ বছর পর নিজের ভুল বোঝার পর তিনি আত্মোপলব্ধি থেকে আনাক গানটি রচনা করেন।

প্রভাব[সম্পাদনা]

ফ্রেদি অ্যাংলো-আমেরিকান লোক সঙ্গীত এবং সেসময়কার ফোক-রক স্টার ক্যাট স্টিভেন্স ও জেমস টেইলরদের দ্বারা প্রভাবিত হন।[৫] এছাড়াও তিনি ফিলিপিনো ঐতিহ্য ও সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন ও তিনি ফিলিপিনো লোক সঙ্গীতের একটি স্থায়ী ধারা প্রতিষ্ঠার চেষ্টা করেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Priestess, Wife, Revolutionary: A new film documents the role of women in Philippine history"। ১৫ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. Dot Ramos Balasbas-Gancayco (ডিসেম্বর ১২, ২০০৬)। "Still up on his toes (an interview with Freddie Aguilar)"The Philippine Star। ২০১২-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-০৬ 
  3. Dorian, Frederick; Simon Broughton; Mark Ellingham; James McConnachie; Richard Trillo; Orla Duane (২০০০)। World Music: The Rough Guide। Rough Guides। পৃষ্ঠা 216। আইএসবিএন 1-85828-636-0। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৬ 
  4. The Freddie Aguilar Story[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. Lockard, Craig A. (১৯৯৮)। Dance of life: popular music and politics in Southeast Asia। University of Hawaii। পৃষ্ঠা 144। আইএসবিএন 0-8248-1918-7। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]