ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে
অবয়ব
(ফ্রেডরিখ অগাস্ট কেকুল থেকে পুনর্নির্দেশিত)
ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে ফন ষ্ট্রাডোনিৎস | |
---|---|
জন্ম | ডার্মষ্টাট, জার্মানি | ৭ সেপ্টেম্বর ১৮২৯
মৃত্যু | ১৩ জুলাই ১৮৯৬ বন, জার্মানি | (বয়স ৬৬)
জাতীয়তা | জার্মান |
নাগরিকত্ব | জার্মান |
পরিচিতির কারণ | রাসায়নিক সংকেতের ধারণা কার্বনের ত্রিযোজ্যতা বেনজিনের ষড়ভূজীয় কাঠামো |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | হাইডেলবের্গ বিশ্ববিদ্যালয় গেন্ট বিশ্ববিদ্যালয় বন বিশ্ববিদ্যালয় |
ডক্টরেট শিক্ষার্থী | জ্যাকোবাস হেনরিকাস ভ্যান্ট হফ, হেরমান এমিল ফিশার, আডোলফ ফন বাইয়ার রিচার্ড আনজুৎস |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | আলেকজান্ডার উইলিয়ামসন চার্লস্ জেরার্ড ওগ্যুস্ত লোরঁ উইলিয়াম অডলিং |
ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে ফন ষ্ট্রাডোনিৎস (৭ সেপ্টেম্বর ১৮২৯ – ১৩ জুলাই ১৮৯৬) ছিলেন একজন জার্মান রসায়নবিদ। ১৮৫০ থেকে তার মৃত্যু পর্যন্ত কেকুলে ছিলেন ইউরোপের সবচেয়ে খ্যাতিমান রসায়নবিদদের একজন। বিশেষ করে তাত্ত্বিক রসায়নের ক্ষেত্রে, কেকুলে ছিলেন রাসায়নিক সংকেতের প্রবক্তা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Kekulés Traum (কেকুলের স্বপ্ন - জার্মান ভাষায়)
- কেকুলে - একজন বিজ্ঞানী এবং স্বাপ্নিক