ফ্রিম্যাসনরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাসনীয় স্কোয়ার এবং কম্পাস.
(G বর্ণটি সহ বা ছাড়া পাওয়া যায়)

ফ্রিম্যাসনরি একটি গুপ্ত ভ্রাতৃসংঘ। ফ্রিম্যাসনদের দাবী অনুসারে বর্তমানেও এই সংঘ তথা সমাজের মিলিয়ন মিলিয়ন সদস্য রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে বিরাজমান আছেন। তবে তাত্ত্বিকদের অনেকের মতেই প্রকৃত ফ্রিম্যাসনরির স্থায়িত্বকাল ছিল শলোমনের মন্দির নির্মাণের সময়কাল থেকে মধ্যযুগে ১৬০০ শতাব্দী পর্যন্ত।

ফ্রিম্যাসনরি অথবা ম্যাসনরি গঠিত হয়েছে ভ্রাতৃত্বসুলভ সংগঠন থেকে যাদের চিহ্ন পাওয়া যায় তাদের লোকাল স্টোনম্যাসন থেকে যার শুরু হয়েছে ১৪০০ খ্রিষ্টাব্দ এর শেষের দিক থেকে। স্টোনম্যাসনদের গুণাগুণ এবং মিথষ্ক্রিয়া নিয়ন্ত্রিত হতো তাদের কর্তৃত্ব এবং মক্কেল দ্বারা। ধারণা করা হয় ফ্রি ম্যাসনরা মূলত নাইটস টেম্পলারদের থেকে এসেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]