ফ্রান্সিস্কো গোয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রান্সিস্কো গোয়া
ভিনসেন্ট লোপেজ ই পোর্তানা অঙ্কিত ফ্রান্সিস্কো গোয়া'র প্রতিকৃতি
জন্ম
ফ্রান্সিস্কো হোসে দে গোয়া ই লুসিয়েন্তেস

(১৭৪৬-০৩-৩০)৩০ মার্চ ১৭৪৬
ফুয়েন্দেতোদোস, আরাগন, স্পেন
মৃত্যু১৬ এপ্রিল ১৮২৮(1828-04-16) (বয়স ৮২)
বোর্দেক্স, ফ্রান্স
সমাধিRoyal Chapel of St. Anthony of La Florida
৪০°২৫′৩১″ উত্তর ৩°৪৩′৩২″ পশ্চিম / ৪০.৪২৫৩৬° উত্তর ৩.৭২৫৬০° পশ্চিম / 40.42536; -3.72560
জাতীয়তাস্প্যানিশ
শিক্ষাহোসে লুজান
পরিচিতির কারণপেইন্টিং, ড্রয়িং, স্থাপত্য, প্রিন্ট তৈরী,
উল্লেখযোগ্য কর্ম
La maja desnuda/La maja vestida
The Third of May 1808 (1814)
Black Paintings
আন্দোলনরোমান্টিকতা

ফ্রান্সিস্কো হোসে দে গোয়া ই লুসিয়েন্তেস (৩০ মার্চ ১৭৪৬ - ১৬ এপ্রিল ১৮২৮) ছিলেন একজন স্প্যানিশ রোমান্টিক চিত্রকর ও প্রিন্টপ্রস্তুতকারক। চিত্রকলার ওল্ড মাস্টার যুগের শেষ ও আধুনিক যুগের প্রথম চিত্রকর হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্প্যানিশ রাজার দরবারের একজন রাজচিত্রকর ছিলেন। তার চিত্রগুলোর ভিতর দিয়ে একইসঙ্গে তার যুগের ঘটনাবলী ও সেসব ঘটনার বিশ্লেষণ ফুটে উঠে। তার শিল্পচর্চার রীতিবিরুদ্ধ কল্পনাপ্রয়াসী উপাদান ও একই সঙ্গে রং-এর সাহসী ব্যবহার পরবর্তী প্রজন্মের চিত্রকর যেমন এদুয়ার মানে, পাবলো পিকাসো, ও ফ্রান্সিস বেকনের নিকট আদর্শ হিসেবে কাজ করেছে।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মাদ্রিদে ১৮০৮ সালের মে তৃতীয়, গুগল আর্থে প্রাডো

ফ্রান্সিসকো গয়া ৩০ মার্চ ১৭৪৬ সালে স্পেনের Fuendetodos, Aragón তে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জোসে বেনিটো ডি গয়া ফ্র্যঙ্ক এবং মাতার নাম গ্রাসিয়া ডি লুসিয়েন্টেস সালভেদর। গয়ার পিতা ছিলেন একজন স্পেনিয় আদিবাসী। তারে পেশা ছিল আলঙ্করিক গিল্টিকার।[২] ফ্রান্সিসকো ১৭৪৯ সালে সারগোসা শহরে একটি বাড়িতে বসবাস করতে শুরু করেন। সম্ভবত তিনি Escuelas Pias এ তার স্কুল জীবন শুরু করেন। মার্টিন জাপাতের সাথে তিনি ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলেন। ১৭৭০ থেকে ১৭৯০ সাল পর্যন্ত মাদ্রিদের রাজসভায় তার প্রাথমিক কর্মজীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১৪ বছর বয়সে প্রখ্যাত চিত্রকর José Luzán এর সাথে ৪ বছর কাজ করেন। এরপর তিনি মাদ্রিদে চলে যান। সেখানে এন্টনি র‌্যাফায়েল মেঙগজের সাথে পড়াশুনা করেন। গয়া এরপর ১৭৬৩ এবং ১৭৬৬ সালে Real Academia de Bellas Artes de San Fernando তে ভর্তী হবার চেষ্টা কের ব্যর্থ হন। এরপর ১৭৭১ সালে তিনি রোমে চলে আসেন। সেখানে একটি চিত্রকর্ম প্রতিযোগিতায় তার আঁকা একটি চিত্রকর্ম দ্বিতীয় স্থান অধিকার করে।

কর্ম জীবন[সম্পাদনা]

The Nude Maja, ca. ১৮০০. বলা হয়ে থাকে এটাই ছিল প্রথম ছবি যেখানে স্ত্রী যৌনকেশ স্পষ্টভাবে চিত্রায়িত করা হয়েছে।
The Clothed Maja, ca. ১৮০৩, অপেক্ষাকৃত শালীন, কিন্তু আবদনময়ী

১৭৭৫ সালের ২৫ জুলাই তিনি জোসেফা পেপাকে বিবাহ করেন। গয়া ১৭৬৫ সাল থেকে Real Academia de Bellas Artes de San Fernando এর সদস্য ছিলেন। এর ফলশ্রুতিতে তিনি স্পেনের রাজকীয় প্রাসাদগুলোর প্রস্থর নির্মিত দেয়াল সাজানোর জন্য ৪২ টি প্যাটার্ন অঙ্কন করেন। তার এই কাজগুলো রাজকীয় দরবারে তার প্রবেশাধিকার নিশ্চিত করে এবং তিনি তৎকালিন রাজপরিবারের অনুগ্রহ প্রাপ্ত হন। Church of San Francisco El Grande এর মূল বেদীতে তার অঙ্কিত একটি চিত্রকর্মন জন্য তিনি Royal Academy of Fine Art এর সদস্যপদ পান। ১৭৮৩ সালে স্পেনের রাজা তৃতীয় চার্লস তার পোর্টেট তৈরী করার জন্য গয়াকে নিয়োগ করেন। সেই সময় ক্রাইন প্রিন্স ডন লুই এর সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। ১৭৮৬ সালে রাজা তাকে বেতনভোগী রাজচিত্রকর হিসাবে নিয়োগ দেন। রাজা চতুর্থ চার্লসের সময়ে তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মানজনক অবস্থানে পৌছান।[৩] ১৮০৮ সারে ফ্রান্সের সেনাবাহিনী নেপোলিয়নের ভ্রাতা প্রথম জোসেফের নের্তৃত্বে স্পেন আক্রমণ করলে পেনিনসুলা যুদ্ধ শুরু হয়। গোয়া নতুন রজার দরবারেও তার স্থান করে নেন। ১৮১৪ সালে স্পেনের রাজা সপ্তম ফার্ডিনান্ড পুনরায় সিংহাসন ফিরে পেলে গোয়া ফ্রান্সদের সাথে কাজ করা থেকে বিরত থাকেন। ১৮১২ সালে তার স্ত্রী জোসেফা মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Goya and Modernism, Bienal Internacional de São Paulo ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০০৮ তারিখে Retrieved 27 July 2007
  2. Connell, 6–7
  3. Galeria de Arte transparencias Ancora A Todo Color 1961 Goya biography from the Museo del Prado. As quoted on eeweems.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ মার্চ ২০১২ তারিখে

বহিঃসংযোগ[সম্পাদনা]