বিষয়বস্তুতে চলুন

ফৌজদারি আদালত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফৌজদারী কার্যবিধির II অধ্যয়ে, ৬ নং ধারায় ফৌজদারী আদালত (Criminal Court) এর শ্রেনীবিভাগ বর্নিত আছে। হাইকোর্ট এবং এই কার্যবিধি ছাড়া বর্তমানে চালু অন্য কোনো আইনে গঠিত বিশেষ আদালতগুলি ছাড়া প্রত্যেক রাজ্যে নিম্নলিখিত শ্রেনীর ফৌজদারী আদালত থাকবে[]

শ্রেনীবিভাগ

[সম্পাদনা]

১. সেশন বা দায়রা আদালত ( Session Court)

২. প্রথম শ্রেনীর বিচারিক ম্যাজিস্ট্রেটর (First class Judicial Magistrate) বা মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালত।

৩. দ্বিতীয় শ্রেনীর বিচারিক ম্যাজিস্ট্রেট (Second class Judicial Magistrate) আদালত।

৪. তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট (Third class Judicial Magistrate) আদালত।

৫. জেলা ম্যাজিস্ট্রেট/নির্বাহী ম্যাজিস্ট্রেট (District Magistrate/Executive Magistrate) আদালত।

ভারতীয় উপমহাদেশের, বিশেষত পূর্বতন ব্রিটিশ শাসিত বিভিন্ন দেশের বিচারপদ্ধতিতে একই শ্রেনীবিভাগ লক্ষ্য করা যায় এবং আদালতের গঠনপ্রণালী ও আঞ্চলিক বিভাগের সীমানা সাধারণভাবে ফৌজদারী কার্যবিধি দ্বারাই পরিচালিত হয়[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মেজর ক্রিমিনাল এক্ট (২০১৪)। ফৌজদারী কার্যপ্রণালী বিধি ১৯৭৩। কলকাতা: ল'ম্যান পাবলিশিং হাউস। পৃষ্ঠা ১০।