ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়
অবস্থান
ছনকান্দা, ফুলপুর

,
তথ্য
বিদ্যালয়ের ধরনউচ্চ বিদ্যালয় সরকারী
প্রতিষ্ঠাকাল১৮৮২
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডময়মনসিংহ বোর্ড
সেশনজানুয়ারি-ডিসেম্বর
লিঙ্গছেলে-মেয়ে
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষাবাংলা মাধ্যম
ক্যাম্পাসের ধরনসরকারি

ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। [১][২] বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারী জাতীয়করণ করা হয়।

পুরাতন ভবন

কার্যক্রম[সম্পাদনা]

এই বিদ্যালয়টিতে রয়েছে বালিকা ভবন বালক ভবন এবং এই বিদ্যালয়টির ভেতরে রয়েছে ৬ টি বৃহৎকার ভবন।এউ বিদ্যালয়টিতে অনেকে পড়াশোনা করেছেন।

বিদ্যালয় ভবন[সম্পাদনা]

বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট তিনটি ভবন রয়েছে এবং পাশে দুইতলা বিশিষ্টি আরো তিনটি  ভোকেশনাল ভবন রয়েছে। অত্র বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষক শিক্ষিকা নিয়োজিত রয়েছেন।

নতুন ভবন

কৃতি শিক্ষার্থী[সম্পাদনা]

অর্জন[সম্পাদনা]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

এই ফুলপুর পাইলট উচ্চ বিদ্যলয় ও কলেজ সর্বমোট ৮৯০ মিটার এলাকা জুড়ে অবস্থিত।এই বিদ্যলয়টি ফুলপুর উপজেলার ফুুুুলপুর পৌরশহরের ৯ নং ওয়ার্ডের ছনকান্দা গ্রামে ফুলপুর মডেল থানার সামনে অবস্থিত এই বিদ্যালয়টি সম্পূর্ণ সবুজে ঘেরা, এই বিদ্যালয়ের ভেতরে রয়েছে একটি খেলার মাঠ। এই বিদ্যালয়ের চারপাশে নানা ধরনের উদ্ভিদ রোপন করা হয়েছে।এই বিদ্যলয়ে পেছনে একটি বিশাল পুকুর রয়েছে।এই বিদ্যালয়টির চারপাশ দেওয়াল এ ঘেরা।


তথ্যসূত্র[সম্পাদনা]