ফিলিপ অ্যাবট
অবয়ব
ফিলিপ অ্যাবট | |
---|---|
জন্ম | মার্চ ২১, ১৯২৩ নেব্রাস্কা, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৩ ফেব্রুয়ারি ১৯৯৮ টারজানা, ক্যালিফোর্নিয়া | (বয়স ৭৪)
মৃত্যুর কারণ | ক্যান্সার |
সমাধি | লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫২-১৯৫৮ |
দাম্পত্য সঙ্গী | জেন ডুফরায়েন |
ফিলিপ অ্যাবট (ইংরেজি: Philip Abbott) (মার্চ ২১, ১৯২৩ - ফেব্রুয়ারি ২৩, ১৯৯৮)[১] একজন আমেরিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মিরাকেল অব দি হোয়াইট স্ট্যালিয়ন্স (১৯৬৩)সহ পঞ্চাশ ও ষাটের দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে ফিলিপ সহকারী অভিনেতা হিসেবে অভিনয় করেন। তিনি ১৯৫২ থেকে ১৯৯৫ সাল পযর্ন্ত প্রায় একশতাধিক বিভিন্ন টেলিভিশন সিরিজে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকেন।[২] তিনি দি এফ বি আই (১৯৬৫), জেনারেল হসপিটাল (১৯৬৩), সু্ইট বার্ড অব ইয়ুথ (১৯৬২)সহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিজের পরিচালক ছিলেন।[৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]ফিলিপ জেন ডুফরায়েন নামক এক অভিনেত্রী সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিনটি সন্তান ছিলঃ ডেভিট অ্যাবট, নেলসন অ্যাবট ও ডেনিজ অ্যাবট।
মৃত্যু
[সম্পাদনা]১৯৯৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিলিপ পরলোক গমন করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Philip Abbott Biography"। www.imdb.com।
- ↑ "PHILIP ABBOTT BIO"। www.in.com। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫।
- ↑ "Mini Bio"। www.imdb.com।
- ↑ "Philip Abbott Death"। www.findagrave.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ফিলিপ অ্যাবট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Philip Abbott (ইংরেজি)
- অলমুভিতে ফিলিপ অ্যাবট
- ফাইন্ড এ গ্রেইভে ফিলিপ অ্যাবট (ইংরেজি)