ফিফা ০৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিফা ০৮
ইংল্যান্ডের কভার যাতে রয়েছেন ওয়েইন রুনিরোনালদিনহো
নির্মাতাইএ কানাডা
প্রকাশকইএ স্পোর্টস
নকশাকারজো বুথ ও কাজ মাকিতা (পিএস৩, এক্সবক্স ৩৬০, উই)
পল হোসাক (পিএস২, পিএসপি, ডিএস, পিসি)
ক্রমফিফা সিরিজ
ভিত্তিমঞ্চপ্লেস্টেশন ৩, প্লেস্টেশন পোর্টেবল, প্লেস্টেশন ২, নিনটেন্ডো ডিএস, Wii, এক্সবক্স ৩৬০, পিসি, মোবাইল, এন-গেজ[১]
মুক্তি

ধরনস্পোর্টস
কার্যপদ্ধতিসিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার, মাল্টিপ্লেয়ার অনলাইন

ফিফা ০৮ ইলেকট্রনিক আর্টসের ফিফা সিরিজের একটি ফুটবল গেমস। গেমসটি প্রস্তুত করেছে ইএ কানাডা এবং বিশ্বব্যাপী ইএ স্পোর্টস লেবেলের অধীনে বাজারে ছাড়া হয়েছে। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপঅস্ট্রেলিয়া অঞ্চলে এবং ২০০৭ সালের অক্টোবরে উত্তর আমেরিকায় জনপ্রিয় সকল গেম কনসোলের জন্য এটি প্রকাশ করা হয়। এর মধ্যে প্লেস্টেশন ৩এক্সবক্স ৩৬০ সংস্করনে উন্নততর গেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ফলে এই সংস্করনের গ্রাফিক্সের মান অনেক উন্নত এবং এতে অনেক ধারাভাষ্যকার যুক্ত করা হয়েছে। ইএ এই সংস্করণের নাম দিয়েছে পরবর্তী-প্রজন্ম। কম্পিউটারসহ অন্যান্য সংস্করণে পুরানো গেম ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। নিনটেন্ডো ডিএস সংস্করণে জায়গা সঙ্কটের কারণে অপেক্ষাকৃত কম দল, স্টেডিয়াম, মোড ও পোশাক দেয়া হয়েছে।

পরবর্তী প্রজন্মের গেম ইঞ্জিনে ধারাভাষ্য দিয়েছেন স্কাই স্পোর্টসের মার্টিন টেইলর এবং অ্যান্ডি গ্রে। তবে বর্তমান প্রজন্মের গেম কনসোলে ক্লাইভ টাইল্ডেসলি গ্রেকে সঙ্গ দিয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "N-Gage Game Showroom - FIFA 08"। Nokia। ২০০৮-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]