ফিকহে হানাফীর গ্রন্থসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুরআন-সুন্নাহ্‌য় উল্লেখিত হুকুম-আহকাম এবং পরবর্তীতে উদ্ভূত নানাবিধ সমস্যার কুরআন-সুন্নাহ্‌ভিত্তিক সমাধানের সুসংকলিত রূপকেই ইসলামের পরিভাষায় ফিকহ বলা হয়। যে ইমামগণ তা আহরণ করেছেন তাদের সঙ্গে সম্বন্ধ করে এর বিভিন্ন নাম হয়েছে। যেমন ফিকহে হানাফী, ফিকহে মালেকী, ফিকহে শাফেয়ী ও ফিকহে হাম্বলী।

আবু হানিফা নুমান ইবনে সাবেত কে সম্বন্ধ করে তার আইনশাস্ত্রকে ফিকহে হানাফী বলা হয়। ফিকহে হানাফীর মূল উৎস তিনটি ভাগে বিভক্ত। হানাফী ওলামায়ে কেরামের মতে, মাসআলাগুলো তিনটি স্তরে অন্তর্ভুক্ত।

জাহের রেওয়ায়েত বা স্পষ্ট বর্ণনা[সম্পাদনা]

জাহের রেওয়ায়েতের অন্তর্ভুক্ত ইমাম মুহাম্মদ ছয়টি গ্রন্থ। কারণ এগুলো সঠিক উপায়ে প্রামাণ্যসহ লিপিবদ্ধ করা হয়েছে। এগুলোকে উসূল বা নীতিও বলা হয়।

এই কিতাবগুলোর মধ্য থেকে একাধিকবার লেখা হয়েছে এমন মাসআলাগুলো বাদ দিয়ে আবুল ফযল মুহাম্মদ ইবনে আহমদ মারওয়াজী যিনি হাকিম শহীদ নামে পরিচিত “আল-কাফী ফুরুউল হানাফিয়্যাহ” নামে একটি পুস্তিকা রচনা করেছেন। যার ব্যাখ্যা গ্রন্থ আল্লামা সারাখসী “আল-মাবসূত” নামে লিপিবদ্ধ করেছেন।

ইমাম মুহাম্মদ এর ছয়টি গ্রন্থ।

  1. আল-মাবসূত
  2. জামে সগীর
  3. জামে কাবীর
  4. যিয়াদাত
  5. সিয়ারে সগীর
  6. সিয়ারে কাবীর

নাওয়াদের বা বিরল বর্ণনা[সম্পাদনা]

ইমাম মুহাম্মদের অন্যান্য কিতাব যেমন: ‘হারুনিয়্যাত’, ‘কায়সানিয়্যাত’ , ‘রুকিয়্যাত’, ইমাম আবূ ইউসুফের ‘কিতাবুল আমালী’, হাসান ইবনে যিয়াদের ‘কিতাবুল মুজাররাদ’ এবং ইমাম আবূ হানীফার অন্যান্য ছাত্রদের কিতাবগুলোকে নাওয়াদের বলা হয়। কারণ এই গ্রন্থগুলো নির্ভরযোগ্য উপায়ে অনুলিপি করা হয়নি।

ফাতাওয়া ও ওয়াকেয়াত ( রায় ও ঘটনাবলী)[সম্পাদনা]

যে সকল মাসআলার ক্ষেত্রে ইমাম আবূ হানীফা কর্তৃক কোনো রায় পাওয়া যায় না। পরবর্তী ‍উলামায়ে কেরাম ইজতিহাদ বা গবেষণা করে সমাধান করেছেন তাকে “আল-ওয়াকিয়াত” বা “ফাতাওয়া ও ওয়াকেয়াত” বলা হয়।

এইভাবেই আবু লাইস সমরকন্দ এর গ্রন্থ “কিতাবুন নাওয়াযেল”, আল্লামা নাতিফীর “মাজমাউন নাওয়াযেল ওয়াল ওয়াকেয়াত” এবং সদরে শহীদের গ্রন্থ “আল-ওয়াকেয়াত” প্রথম পর্যায়ের কিতাব। [১]

ফিকহে হানাফীর প্রসিদ্ধ গ্রন্থ[সম্পাদনা]

  • মুখতাসারুত ত্বহাবী
  • আল-মুনতাক্বী ফি ফুরুয়ুল হানাফিয়্যাহ
  • মুখতাসারু কারখী
  • মুখতাসারুল কুদুরী
  • আল-মাবসূত
  • তুহফাতুল ফুক্বাহা
  • আল-আসল
  • বাদায়েউস সানায়ে
  • ফতোয়ায়ে ক্বাযী খান
  • বেদায়াতুল মুবতাদী
  • আল-হেদায়া
  • বেকায়াতুর রেওয়ায়াহ
  • আল-মুখতার
  • কিতাবুল খেরাজ
  • মাজমাউল বাহরাইন
  • ক্বানযুদ দাক্বায়িক
  • আল-জামেউল ওয়াজিয
  • আল-বিনায়াহ
  • ফাতহুল ক্বাদীর
  • মুলতাকাল আবহুর
  • ফতোয়ায়ে হিনদিয়্যাহ বা ফতোয়ায়ে আলমগীরী
  • ফতোয়ায়ে রেজভিয়াহ
  • তানবীরুল আবছার
  • আদ-দুররুল মুখতার
  • রদ্দুল মুহতার
  • জদ্দুল মুমতার
  • আল জামে'ঊর রদ্বভী
  • মুনিয়্যাতুল মুসুল্লী
  • নুরূল ঈযাহ
  • মুখতাসারুল বেকায়া
  • আল-ইখতিয়ার লি তা’লীল মুখতার
  • হাসিয়াতুল ইবনে আবেদীন
  • ফতোয়ায়ে বাজ্জাজিয়া
  • ফতোয়ায়ে আজিজী
  • কিনাইয়া
  • ফতহুল বোলদান
  • জামিউল ফাতওয়া
  • খোলাছাতু তাফসির
  • ফতোয়ায়ে ইমদাদিয়া
  • ফতোয়ায়ে রশিদিয়া
  • ফতোয়া সিদ্দিকিয়া
  • ফতোয়ায়ে আমিনিয়া
  • কওলুল কাদির
  • বাহারুল রায়েক
  • মজমাউল ফতওয়া
  • মারাকিল ফালাহ
  • কাযীখান
  • মুখতাছার বেকায়া
  • তাওফিকুল এনায়া
  • ফতোয়ায়ে ইব্রাহিমে শাহী
  • মোতলাকাল আবহেরোর
  • ফতোয়ায়ে বোরহানা
  • গায়াতুল আওতার
  • ছফরোছ সাদাত


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. قاموس الفقہ جلد اول، صفحہ 378، خالد سیف اللہ رحمانی، زمزم پبلشر کراچی2007ء