ফারাহ রুমা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফারাহ রুমা একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। ফারাহ রুমা ১৯৯৭ সালে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড জিতেছিলেন [১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ১ ডিসেম্বর ২০১২ তারিখে একজন আমেরিকা প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেন [২] ৩০ আগস্ট ২০১৬-এ ফারাহ রুমা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ছেলে সন্তানের জন্ম দেন এবং ছেলের নাম রাখেন জানশ। [৩] [৪]

কর্মজীবন[সম্পাদনা]

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফারাহ রুমা। ১৯৯৭ সালে ফারাহ রুমা লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক পুরস্কার নামে একটি সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলেন। ২০০২ সালে আফজাল হোসেনের সাকো নাটকে তাকে দেখা যায়। [১] ২০০৪ সালে ফেরদৌস হাসান পরিচালিত শুভদৃষ্টিতে তিনি অভিনয় করেন। শুভদৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত।

ফারাহ রুমা অসংখ্য টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও টেলিফ্লিমে অভিনয় করেছেন। তিনি টেলিভিশন অনুষ্ঠান আমারো গাইতে ইচ্ছা হলো এর উপস্থাপক ছিলেন। রুমা "লাক্স-চ্যানেল আই সুপার স্টার" প্রতিভা অন্বেষণ, ২০০৯ এর অন্যতম বিচারক ছিলেন। [৫] তিনি এখন এফআর প্রোডাকশন নামে পরিচিত একটি প্রোডাকশন হাউসের মালিক।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Farah Ruma meets her career mentor after 14 years"The Daily Observer। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  2. চার বছর আগেই বিয়ে করেছেন ফারাহ রুমা!Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  3. "Farah Ruma is now mom of a son"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  4. "Farah Ruma @ DS Café"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১২-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  5. "An actress with panache"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-১০-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩