ফাওযিয়া কুফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফাওযিয়া কুফি
২০১২ সালে ফাওযিয়া কুফি
ভাইস প্রেসিডেন্ট, জাতীয় সংসদ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৫
সদস্য, লোকসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০৭৫
বাদাখশন, আফগানিস্তান
সন্তানদুইজন
বাসস্থানকাবুল, আফগানিস্তান
প্রাক্তন শিক্ষার্থীপ্রেসটন বিশ্ববিদ্যালয়, পাকিস্তান
পেশারাজনীতিবিদ, অধিকারকর্মী

ফাওযিয়া কুফি (জন্ম ১৯৭৫) হলেন একজন আফগান রাজনীতিবিদ এবং নারী অধিকার কর্মী।[১] মূলত বাদাখশন প্রদেশের ব্যক্তি হলেও তিনি বর্তমানে কাবুলের সংসদ সদস্য হিসেবে এবং জাতীয় বিধানসভার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।

জীবনী[সম্পাদনা]

তিনি সাত নারীবিশিষ্ট একটি বহুগামী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মেয়ে হওয়ার কারণে প্রথমে তাঁর বাবা-মা তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর সংসদ সদস্য বাবা একজন তরুণীকে বিয়ে করেছিলেন এবং তাঁর মা স্বামীর মন রাখতে একটি পুত্র সন্তান চেয়েছিলেন। তাঁর জন্মের দিন, মেয়ে হওয়ার কারণে তাঁকে রোদে ফেলে রাখা হয়েছিল যেন তিনি মারা যান।[২]

তিনি পড়াশোনা করার জন্য পিতাকে রাজি করিয়েছিলেন। পরবর্তীকালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হামিদ নামে একজন প্রকৌশলী ও রসায়ন শিক্ষকের সাথে ফাওযিয়া কুফির বিয়ে হয়। তিনি নিজের পরিবারের পছন্দকে অস্বীকার না করেই বিয়েতে রাজি হন। তাঁদের বিয়ের দশ দিন পরে, তালেবান সেনারা তাঁর স্বামীকে গ্রেপ্তার করে এবং তাঁকে কারাবন্দী করে। কারাগারে তাঁর স্বামী যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং ২০০৩ সালে মুক্তির পরপরই তিনি মারা গিয়েছিলেন। কুফি বর্তমানে নিজের দুই কিশোরী কন্যার সাথে কাবুলে থাকেন।[১][৪]

টীকা ও তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malbrunot, Georges (২০১১-০২-২৫)। "Fawzia, un défi aux talibans"Le Figaro (French ভাষায়)। পৃষ্ঠা 18। 
  2. "A 'Favored Daughter' Fights For The Women Of Afghanistan"। NPR। ২০১২-০২-২২। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৯ 
  3. "Guests of First Lady Laura Bush"ABC News। জানুয়ারি ৩১, ২০০৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৪, ২০১৩ 
  4. Sachs, Susan (জানুয়ারি ২১, ২০১১)। "Fawzi Koofi: The face of what Afghanistan could be"The Globe and Mail। জানুয়ারি ৭, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]