ফরিদ আলী
ফরিদ আলী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২২ আগস্ট ২০১৬[১] | (বয়স ৭১)
সমাধি | বনানী কবরস্থান, ঢাকা |
অন্যান্য নাম | চাল্লি ফরু[২] |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬২-২০১৬ |
দাম্পত্য সঙ্গী | মনোয়োরা বেগম বিউটি (বি. ২০ আগস্ট, ১৯৭৫ - ২২ আগস্ট, ২০১৬) |
সন্তান | ৪ জন ছেলে, ১ জন মেয়ে |
ফরিদ আলী (৭ এপ্রিল, ১৯৪৫ - ২২ আগস্ট, ২০১৬) ছিলেন একজন বাংলাদেশী বর্ষীয়ান অভিনেতা। তিনি ১৯৬২ সালে কনে দেখা নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। পরে ১৯৬৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ধারাপাত দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
জন্ম ও শৈশবকাল
[সম্পাদনা]ফরিদ আলীর জন্ম ১৯৪৫ সালের ৭ এপ্রিল ঢাকায়।[৩] ১৯৫৬ সালে এস.এস.সি পরীক্ষা দেবার কথা থাকলেও তা আর শেষ পর্যন্ত দেয়া হয়নি।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৬২ সালে শহীদুল আমীনের লেখা "কনে দেখা" নাটকে অভিনয় দিয়ে তার অভিনয়যাত্রা শুরু হয়। পরে ১৯৬৪ সালে মুনীর চৌধুরী রচিত একতালা দুতলা টেলিভিশন নাটকে অভিনয় করেন।[৪] তার লেখা প্রথম টেলিভিশন নাটক নবজন্ম।[৫] ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ধারাপাত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ফরিদ আলীর চলচ্চিত্রে অভিষেক হয়।[৬]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]- ধারাপাত (১৯৬৬)
- পূর্ণিমা চাঁদে মেঘ
- জীবন তৃষ্ণা
- স্লোগান
- চান্দা
- দাগ
- অধিকার
- অভিশাপ
- পরশমণি
- রংবাজ (১৯৭৩)
- সপ্তডিঙ্গা
- যে আগুনে পুড়ি
- তিতাস একটি নদীর নাম (১৯৭৩)
- গুন্ডা (১৯৭৬)
- জালিয়াত
- পালংক
- গোপাল ভাঁড়
- তরুতলা
- ঘুড্ডি (১৯৮০)
- লাগাম
- কলমীলতা
- ভাগ্যলিপি
- সাধনা
টেলিভিশন
[সম্পাদনা]- কনে দেখা (১৯৬২)
- একতালা দুতলা (১৯৬৪)
- দুবাই যাব টাকা দেন
- নবজন্ম
মৃত্যু
[সম্পাদনা]ফরিদ আলী দীর্ঘদিন ফুসফুস, হৃদযন্ত্রসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে ২০১৬ সালের ২২ আগস্ট ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ মৃত্যুবরণ করেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চলে গেলেন ফরিদ আলী"। দৈনিক প্রথম আলো। ২৩ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "চলে গেলেন বঙ্গবন্ধুর 'চাল্লি ফরু'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২২ আগস্ট ২০১৬। ৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ফরিদ আলী"। দৈনিক প্রথম আলো। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "অভিনেতা ফরিদ আলী আর নেই"। যায়যায়দিন। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "অভিনেতা ফরিদ আলী আর নেই"। দৈনিক নয়া দিগন্ত। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "চলে গেলেন অভিনেতা ফরিদ আলী"। বাংলাদেশ প্রতিদিন। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "অভিনেতা ফরিদ আলী আর নেই"। দৈনিক কালের কণ্ঠ। ২২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।