ফয়জুল ইসলাম (সচিব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফয়জুল ইসলাম
চেয়ারম্যান
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২ ফেব্রুয়ারি ২০২৩
পূর্বসূরীমাহফুজা আখতার
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
উইলিয়ামস কলেজ, ম্যাসাচুসেটস
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

ফয়জুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজে অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি বিষয়ে লেখাপড়া করেছেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ফয়জুল ইসলাম ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি পরিকল্পনা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সামাজিক সুরক্ষা সংস্কার সংক্রান্ত প্রকল্পের প্রকল্প-পরিচালক, জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থার সচিবালয়ে টেক্সটাইল উইংয়ে ইকোনোমিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।[২] অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালীন[৩] ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৪] বর্তমানে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান ফয়জুল ইসলাম"ঢাকা পোস্ট। ১৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "ফয়জুল ইসলামের জীবনবৃত্তান্ত"বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২৩ 
  3. "ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান"এনটিভি অনলাইন। ১৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "সচিব হলেন দুই অতিরিক্ত সচিব"প্রথম আলো। ১৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "ট্যারিফ কমিশনের নতুন চেয়ারম্যান ফয়জুল"সময় টিভি। ১৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩