ফজর সিপাহ্ তেহরান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফজর সিপাহ্ তেহরান (ফার্সি: فجر سپاه تهران) ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী মালিকাধীন তেহরান কেন্দ্রীক একটি ইরানি ফুটবল ক্লাব। অনেক ইরানি ফুটবলার এ ক্লাবে ভর্তি হয়ে সেখানে খেলতে পছন্দ করে। তারা ১৯৯৯-২০০০ সালে ইরান ফুটবলের দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করেছে।[১] এই ক্লাবটি ফজর সেপাসি ক্লাবের সহোদর।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Iran 1999-2000"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৮ 
  2. "Goal.com"। ২০ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১