প্রোটিস্ট
অবয়ব
(প্রোটিস্টা থেকে পুনর্নির্দেশিত)
প্রোটিস্টা সময়গত পরিসীমা: নিওপ্রোটেরোজোয়িক-বর্তমান | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
ক্ষেত্র: | সুকেন্দ্রিক |
জগৎ: | প্রোটিস্টা* হ্যাকেল, ১৮৬৬ |
আদর্শ পর্বসমূহ | |
আরও অনেক; শ্রেণিবিন্যাস সুনির্দিষ্ট নয় |
আদ্যপ্রাণী বা প্রোটিস্টা (গ্রিক প্রোটিস্টন/প্রোটিস্টা - সবথেকে প্রথম) হল বিভিন্ন ধরনের সরল, ইউক্যারিওট, এককোষী, আণুবীক্ষণিক জীবের শ্রেণী যাদেরকে ছত্রাক, প্রাণী বা উদ্ভিদ কোন বিভাগেই ফেলা যায় না।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]- এককোষী, আণুবীক্ষণিক প্রাণী।
- দ্বিবিভাজন বা বহুবিভাজন পদ্ধতিতে শুধু অযৌন জনন সম্পন্ন করে।
- সাধারণত এককোষী দেহে একটিমাত্র নিউক্লিয়াস থাকে। ব্যতিক্রম: প্যারামিসিয়ামের দুটি নিউক্লিয়াস এবং ওপালিনাতে বহু নিউক্লিয়াস থাকে।
- বিশেষ গমনাঙ্গের সাহায্যে গমন করে। যেমন-- অ্যামিবার ক্ষণপদ, প্যারামিসিয়ামের সিলিয়া এবং ইউগ্লিনার ফ্ল্যাজেলা আছে।
- শুধু অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি দেখা যায়।
- সমগ্র দেহাবর্ণী দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানের সাহায্যে শ্বসন প্রক্রিয়া চলে।
- দেহে বিভিন্ন প্রকার গহ্বর বা ভ্যাকুওল (vacuole) দেখা যায়। যেমন—১। খাদ্যগহ্বর, ২। রেচনগহ্বর, ৩। জলগহ্বর, ৪। সংকোচনশীল গহ্বর ইত্যাদি।
- সংকোচনশীল গহ্বরের সাহায্যে দেহের অতিরিক্ত জল দেহের বাইরে মুক্ত করে, অর্থাৎ দেহে জলের ভারসাম্য বজায় রাখে।
- প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ বিভিন্ন কোষ অঙ্গাণু সৃষ্টি করে।
- দেহ গোলাকার, ডিম্বাকার অথবা কোনো কোনো ক্ষেত্রে অনিয়তাকার।
- বিভিন্ন প্রকারের পরজীবী প্রাণী।
[[বিষয়শ্রেণী:প্রোটি স্টা]]