প্রাক-ভারতে বেসামরিক পরিষেবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩১৩ খ্রিস্টপূর্বাব্দে, মৌর্য যুগে কৌটিল্য অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেন। তিনি বেসামরিক কর্মচারীদের নিয়োগের যোগ্যতা নির্ধারণ করেছেন।

১০০০-১৬০০ খ্রিস্টাব্দে, মধ্যযুগীয় সময়ে, সম্রাট আকবর সিভিল সার্ভিসকে লালন-পালন করেছিলেন। তাঁর আমলেই ভূমি সংস্কারের সূচনা হয়েছিল এবং ভূমি রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যা পরে ভারতীয় কর ব্যবস্থার উপাদান হয়ে ওঠে।[১][২]

মন্তব্য[সম্পাদনা]

  1. Singh, Upinder (২০০৮)। A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century। Pearson Education India। পৃষ্ঠা 322–324। আইএসবিএন 978-81-317-1120-0 
  2. Burns, John (২০০১)। Civil service systems in Asia। Edward Elgar Publishing। পৃষ্ঠা 119–121। আইএসবিএন 1-84064-617-9