প্রবেশদ্বার আলোচনা:ইসলাম/মর্যাদাপূর্ণ আয়াত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মর্যাদাপূর্ণ শব্দটি কি যথাযথ[সম্পাদনা]

@Sharif Uddin: বলাবাহুল্য যে, কুরআন একটি গ্রন্থমাত্র নয়। এটি আল্লাহ’র কোনো “সৃষ্টি” মাত্র নয়। আল্লাহ নিজেই বলেছেন এটি কালামুল্লাহ, এটি আল্লাহ’র বাণীসমষ্টি। সে হিসেবে এর প্রতিটি বাক্য মর্যাদাময়। মর্যাদার হিসেবে একটি থেকে আরেকটির তারতম্য থেকে থাকলে তা কেবল আল্লাহ’রই জানার কথা। @আফতাবুজ্জামান: @NahidSultan: তাই “মর্যাদাপূর্ণ আয়াত” কথাটি বদলে অন্য কোন শব্দবন্ধ ব্যবহার করা শ্রেয় হবে। @Sharif Uddin: অন্য কোনও ব্যাখ্যা বা যুক্তি থাকলে দয়া করে জানাবেন। উইকিপিডিয়াতে আপনার অবদানের প্রশংসা করি, (ক) পরিপূর্ণ, (খ) নির্ভুল এবং (গ) নির্ভরযোগ্য। সাধু সাধু। — EditBangla (আলাপ) ০৬:৩৬, ৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

একমত পোষণ করছি ভাই, মর্যাদাপূর্ণ আয়াতের পরিবর্তে কুরআনের আয়াত বা কুরআনের বানী দেওয়াই শ্রেয় বলে মনে করছি। নির্বাচিত আয়াত বললেও তা পক্ষপাতদুষ্ট হতে পারে। তাই কুরআনের আয়াত বা বানী বলাটাই যৌক্তিক বলে মনে করি। শরীফ (আলাপ) ১৮:৪৮, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]