প্রবেশদ্বার:রবার্ট ডাউনি জুনিয়র/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রবার্ট ডাউনি জুনিয়র ([Robert Downey Jr.] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (জন্ম: ৪ এপ্রিল, ১৯৬৫) একজন সুপ্রসিদ্ধ মার্কিন চলচ্চিত্র অভিনেতাচলচ্চিত্র প্রযোজক। ডাউনি হলিউডের সবচেয়ে সম্মানিত একজন অভিনেতা হিসেবে স্বীকৃত হয়েছেন এবং চলচ্চিত্র জগতে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি কর্মরত রয়েছেন। ডাউনি জুনিয়র হলিউডে তার বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় আয়রন ম্যান চলচ্চিত্রের টনি স্টার্ক চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন, যা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শীর্ষে। জুন ২০১৪ থেকে জুন ২০১৫ সালের মধ্যে অর্থাৎ মাত্র এক বছরে আনুমানিক $৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় উপার্জন করেন ডাউনি। এর ফলে তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর পর তিনটি বছর ধরে হলিউডের সর্বাধিক আয়কারী অভিনেতা হিসেবে ফোর্বস তালিকায় শীর্ষস্থানে অধিকার করে নিয়েছেন। ১৯৭০ সালে পিতা রবার্ট ডাউনি সিনিয়র কৃতক পরিচালনা পাউন্ড চলচ্চিত্রে মাত্র পাঁচ বছর বয়সে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে ডাউনির আবির্ভাব হয়।