প্রবেশদ্বার:বাঘ/নির্বাচিত জীবনী/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিম করবেট (জুলাই ২৫, ১৮৭৫ - এপ্রিল ১৯, ১৯৫৫) একজন ইংরেজ শিকারী। জন্ম ভারতের নৈনিতাল শহরের কুমায়ুন পাহাড়তলীতে। স্থান টি হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। তিনি নামকরা শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। তার নামানুসারে ভারতের করবেট ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়। তিনি এপ্রিল ১৯, ১৯৫৫ কেনিয়ায় মারা যান।

আরো দেখুন