প্রবেশদ্বার:বই/নির্বাচিত বই/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঁসিয়ে ম্যাদলেন রূপে জাঁ ভলজাঁ

লে মিজারেবল (Les Misérables) ফরাসি ঔপন্যাসিক ভিক্টর হুগো রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। ১৮৬২ সালে প্রকাশিত এ বইটিকে বলা হয় ১৯শতকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ১৮১৫ সালে শুরু হয়ে কাহিনী এগিয়ে যায় জেলফেরত জাঁ ভলজাঁর জীবন-সংগ্রাম, আত্মশুদ্ধি এবং অন্যদের সম্পর্কে অভিজ্ঞতার বর্ণনায়, যার চূড়ান্ত পরিণতি হয় ১৮৩২ সালে প্যারিসের জুন বিপ্লবে। উপন্যাসে উঠে এসেছে ফ্রান্সের ইতিহাস, স্থাপত্য, শহরজীবন এবং ধর্ম, বিচার, রাজনীতি, প্রেম, ভালোবাসা প্রভৃতি প্রসঙ্গ। ধ্রুপদী সাহিত্যে উত্তীর্ণ এই উপন্যাস মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র রূপেও সমাদৃত হয়েছে।