বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:জ্যোতির্বিজ্ঞান/চিত্র/৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
A large sunspot group
A large sunspot group
চিত্রের কৃতিত্ত্ব: নাসা

সৌরকলঙ্ক সূর্যের পৃষ্ঠের (ফটোস্ফিয়ার) একটি অস্থায়ী ঘটনা। এই ঘটনা সংশ্লিষ্ট অঞ্চলটি আশেপাশের অঞ্চলগুলোর তুলনায় একটু কালো তথা অন্ধকার দেখায়। এই ঘটনাটি তীব্র চৌম্বকীয় ক্রিয়াকলাপের কারণে ঘটে। এই ঘটনার ফলে পরিচলন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে এই অঞ্চলের পৃষ্ঠে তাপমাত্রা হ্রাস পায়। এই অঞ্চলের তাপমাত্রা মোটামুটি ৩,০০০–৪,৫০০ কেলভিন হয়ে থাকে।