প্রবেশদ্বার:চট্টগ্রাম/নির্বাচিত চিত্র/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফয়েজ লেক
ফয়েজ লেক
কৃতিত্ব: নাজিউর রহমান

ফয়েজ লেক (ইংরেজি: Foy's Lake) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি ১৯২৪ সালে খনন করা হয় ও রেল প্রকৌশলী ফয়-এর নামে নামকরণ করা হয়। এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কোলনীতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌছানো। বর্তমানে হ্রদটিকে কেন্দ্র করে একটি বিনোদন পার্ক গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড প্রকল্পটির দায়িত্ব নিয়েছে।