বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:এলজিবিটি/শিল্প ও সাহিত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিম (ইংরেজি: Him, অনুবাদ'সে (পুরুষবাচক অর্থে)') ১৯৭৪ সালের আমেরিকান পূর্ণদৈর্ঘ্য সমকামি পর্নোগ্রাফিক চলচ্চিত্র। সমকামী দর্শকদের জন্য নির্মিত চলচ্চিত্রটি এড ডি. লুই পরিচালনা করেছিলেন। ধারণা করা হয় পরিচালক এক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করেছিলেন। চলচ্চিত্রে যিশুখৃস্ট ও তার শিষ্যদের মাঝে সমকামিতার যোগসূত্র দেখানোর প্রয়াস আছে। যিশুকে একজন উদগ্র সমকামী হিসেবে চিত্রায়ণ করা হয়েছে। এইছবির সকল শিল্পী পুরুষ ছিলেন। সমকামী ম্যুরাল শিল্পী গুস্তাভ "তাভা" ভন উইল যিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন। চিত্রনাট্যে একজন সমকামী তরুণ যিশু ও শিষ্যদের ভাতৃত্ববোধে সমকামিতার অভিপ্রায় খোঁজেন, পাশাপাশি তার সুন্দর প্রতিবেশীকে ভালবাসার জন্য বাইবেলের বিভিন্ন গল্পে সমকামিতা খুঁজে নতুন আধ্যাত্ববাদ খোঁজ করেন। ১৯৭৪ সালে মুক্তির পর ১৯৭৬ পর্যন্ত আমেরিকার বিভিন্ন বড় শহরের প্রেক্ষাগৃহে চলে তবে ১৯৭৯ পর্যন্ত চলচ্চিত্রটি সমকামি দর্শক বাদে সর্বসাধারণের অগোচরে ছিল। এটি সবচেয়ে বেশি খোঁজ করা নিখোঁজ চলচ্চিত্রগুলির একটি এবং বর্তমানে এর কোন টিকে থাকা অনুলিপি পাওয়া যায়নি। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত তালিকা