প্রফুল্ল মাইতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রফুল্ল কুমার মাইতি (জন্ম ১ জুলাই ১৯৩২) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। মাইতির জন্ম বেলদা ( মেদিনীপুর জেলা ), সম্ভুনাথ মাইতির পুত্র।[১] তিনি বেলদা গঙ্গাধর একাডেমি, মেদিনীপুর কলেজ, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে স্কুলে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং বিটি ডিগ্রি অর্জন করেন।[১] তিনি প্রধান শিক্ষক হিসেবে কাজ করতেন।[১]

মাইতি ১৯৫০ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।[১] তিনি মেদিনীপুর কংগ্রেস জেলা কমিটির সহ-সভাপতি হন।[১] ১৯৬০ সাল পর্যন্ত তিনি মেদিনীপুর জেলা ক্ষেত মজদুর সমিতির ('মেদিনীপুর জেলা ভূমি শ্রমিক সমিতি') সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[২] তিনি ১৯৭১ সালের নির্বাচনে এবং ১৯৭২ সালের নির্বাচনে পটাশপুর কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন।[১] ১৯৭১ সালে তিনি ২২,৯৫৪ ভোট (৪৪.৩৪%) পেয়েছিলেন, সিপিআই এবং কংগ্রেস (ও) এর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করেছিলেন।[৩] ১৯৭২ সালে তিনি সিপিআইএম- এর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ৩৩,৮৪৪ ভোট (৭২.১১%) পেয়েছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Who's who। West Bengal Legislative Assembly Secretariat। ১৯৭৪। পৃষ্ঠা 41। 
  2. West Bengal (India). Dept. of Labour (জুলাই ১৯৬০)। Labour Gazette। পৃষ্ঠা 572। 
  3. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬ 
  4. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬