বিষয়বস্তুতে চলুন

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রধান প্রশাসনিক কর্মকতার কার্যালয়
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরঢাকা,বাংলাদেশ
অবস্থান
  • বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
মহাপরিচালক
নেছার আহমেদ খান
প্রধান প্রতিষ্ঠান
প্রতিরক্ষা মন্ত্রণালয়
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় সংক্ষেপে (সিএও) হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ সংস্থা যা প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখা। সংস্থাটি পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা।[][]

পটভূমি

[সম্পাদনা]

স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল পর্যায়ের মাত্র ১২ জন কর্মচারী নিয়ে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় যাত্রা শুরু করে। সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে বেসামরিক জনবল নিয়োগ এবং উক্ত জনবলের প্রশাসনিক নিয়ন্ত্রণ এ কার্যালয়ের প্রধান কাজ। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতায় কর্মরত সকল পর্যায়ের ১৭৭৬ জন বেসামরিক কর্মচারী বর্তমানে বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত আছে। নিয়োগ ব্যতীত এ কার্যালয় আন্তঃবাহিনী সংস্থা ও প্রতিরক্ষা অর্থ বিভাগের জন্য অফিস সরঞ্জাম, লেখসামগ্রী রক্ষণাবেক্ষণ এবং বিতরণের দায়িত্ব পালন করে। উল্লেখিত সংস্থাসমূহের ফরম, বিধি-বিধান সম্পর্কিত পুস্তক এবং জেএসআইসহ অন্যান্য প্রকাশনা মুদ্রণ ও বিতরণের দায়িত্ব এ কার্যালয়ের উপর ন্যস্ত। এ ছাড়া, এ কার্যালয় সেনাবাহিনী ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের লেখসামগ্রী ও অফিস সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ইন্ডেন্টর হিসাবে দায়িত্ব পালন করে থাকে।[]

ভিশন: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক জনবলের নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখা, বর্ধিত প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রম যথাসময়ে সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্নকরণ, সামরিক বাহিনীর সকল প্রতিষ্ঠানের সাথে কাজের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখা।

মিশন: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোতে এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক পদের বিপরীতে বেসামরিক কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সেনাবাহিনীর স্টেশনারি, অফিস সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মাধ্যমে ক্রয়পূর্বক সেনাবাহিনীতে সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার ফরম (২০৭৭ প্রকার), এ আর (আর), এ আর (আই), এম বি এম এল, পেনশন রেগুলেশন, আইন/বিধি সংক্রান্ত প্রকাশনা সরকারি মুদ্রণালয়ের মাধ্যমে মুদ্রণপূর্বক বিতরণ।

কর্মপরিকল্পনা:

  • নিয়োগ;
  • পদোন্নতি
  • বদলি
  • ছুটি
  • শৃঙ্খলা;
  • পাসপোর্ট তৈরির অনাপত্তি সনদ
  • অবসরোত্তর ছুটি মঞ্জুরি
  • অবসর ভাতা ও আনুতোষিক মঞ্জুরি।

সংস্থা

[সম্পাদনা]

মহাপরিচালক

[সম্পাদনা]
ক্রম নং নাম দায়িত্ব গ্রহন দায়িত্ব ত্যাগ
আজিজুল রহমান ১ জুন ১৯৭৩ ৯ মার্চ ১৯৮৩
এস আর শহিদ ১ মার্চ ১৯৮৩ ৩১ ডিসেম্বর ১৯৯৫
মোজাম্মেল হক ১০ মার্চ ১৯৮৩ ৩১ ডিসেম্বর ১৯৯৫
এম খলিলুর রহমান খান ৩০ জুন ১৯৯৭ ৯ সেপ্টেম্বর ২০০১
মোঃ খলিলুর রহমান ১০ সেপ্টেম্বর ২০০১ ৯ অক্টোবর ২০০৮
আনোয়ারুল ইসলাম ১০ অক্টোবর ২০০৮ ২১ মে ২০১২
জেড এইচ এম ফারুক (চলতি দায়িত্ব) ২২ মে ২০১২ ২৪ জুন ২০১২
আনোয়ারুল ইসলাম ২৫ জুন ২০১২ ২০ জুন ২০১৩
মোঃ আবদুল মঈদ ২১ জুন ২০১৩ ১৯ ফেব্রুয়ারি ২০১৫
১০ মোঃ খয়রুল আলম ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২৯ এপ্রিল ২০১৭
১১ ইলিয়াস হোসেন মোল্লা ৩০ এপ্রিল ২০১৭ ২৯ এপ্রিল ২০১৮
১২ ফেরদৌস উদ্দিন আহমেদ ৩০ এপ্রিল ২০১৮ ১৭ ফেব্রুয়ারি ২০২০
১৩ এহতেসাম আহম্মদ সিদ্দিকী ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১২ ডিসেম্বর ২০২২
১৪ মোঃ সেলিম চৌধুরী ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ৩১ মে ২০২৩
১৫ নেছার আহমেদ খান ১ জুন ২০২৩ বর্তমান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রতিরক্ষা মন্ত্রণালয় : প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের ডিজি পদে এহতেসাম আহম্মদের যোগদান"দৈনিক বণিক বার্তা। ৮ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪ 
  2. "এহতেসাম প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে মহাপরিচালক হিসেবে যোগদান"দৈনিক ইনকিলাব। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৪  line feed character in |শিরোনাম= at position 36 (সাহায্য)
  3. "প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়"। ৮ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪