প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়
ধরন | সরকারি |
---|---|
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | ঢাকা,বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
মহাপরিচালক | নেছার আহমেদ খান |
প্রধান প্রতিষ্ঠান | প্রতিরক্ষা মন্ত্রণালয় |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় সংক্ষেপে (সিএও) হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ সংস্থা যা প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখা। সংস্থাটি পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা।[১][২]
পটভূমি
[সম্পাদনা]স্বাধীনতা উত্তর বাংলাদেশে সকল পর্যায়ের মাত্র ১২ জন কর্মচারী নিয়ে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় যাত্রা শুরু করে। সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে বেসামরিক জনবল নিয়োগ এবং উক্ত জনবলের প্রশাসনিক নিয়ন্ত্রণ এ কার্যালয়ের প্রধান কাজ। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতায় কর্মরত সকল পর্যায়ের ১৭৭৬ জন বেসামরিক কর্মচারী বর্তমানে বাহিনী সদর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত আছে। নিয়োগ ব্যতীত এ কার্যালয় আন্তঃবাহিনী সংস্থা ও প্রতিরক্ষা অর্থ বিভাগের জন্য অফিস সরঞ্জাম, লেখসামগ্রী রক্ষণাবেক্ষণ এবং বিতরণের দায়িত্ব পালন করে। উল্লেখিত সংস্থাসমূহের ফরম, বিধি-বিধান সম্পর্কিত পুস্তক এবং জেএসআইসহ অন্যান্য প্রকাশনা মুদ্রণ ও বিতরণের দায়িত্ব এ কার্যালয়ের উপর ন্যস্ত। এ ছাড়া, এ কার্যালয় সেনাবাহিনী ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের লেখসামগ্রী ও অফিস সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে ইন্ডেন্টর হিসাবে দায়িত্ব পালন করে থাকে।[৩]
ভিশন: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক জনবলের নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখা, বর্ধিত প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও অন্যান্য কার্যক্রম যথাসময়ে সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্নকরণ, সামরিক বাহিনীর সকল প্রতিষ্ঠানের সাথে কাজের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখা।
মিশন: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোতে এ কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক পদের বিপরীতে বেসামরিক কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সেনাবাহিনীর স্টেশনারি, অফিস সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মাধ্যমে ক্রয়পূর্বক সেনাবাহিনীতে সরবরাহসহ সংশ্লিষ্ট কার্যক্রম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার ফরম (২০৭৭ প্রকার), এ আর (আর), এ আর (আই), এম বি এম এল, পেনশন রেগুলেশন, আইন/বিধি সংক্রান্ত প্রকাশনা সরকারি মুদ্রণালয়ের মাধ্যমে মুদ্রণপূর্বক বিতরণ।
কর্মপরিকল্পনা:
- নিয়োগ;
- পদোন্নতি
- বদলি
- ছুটি
- শৃঙ্খলা;
- পাসপোর্ট তৈরির অনাপত্তি সনদ
- অবসরোত্তর ছুটি মঞ্জুরি
- অবসর ভাতা ও আনুতোষিক মঞ্জুরি।
সংস্থা
[সম্পাদনা]- সশস্ত্র বাহিনী বিভাগ
- বাংলাদেশ সেনাবাহিনী
- বাংলাদেশ নৌবাহিনী
- বাংলাদেশ বিমান বাহিনী
- প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর
- প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর
- সামরিক বাহিনী কমান্ড এন্ড স্টাফ কলেজ
- ন্যাশনাল ডিফেন্স কলেজ
- আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ
মহাপরিচালক
[সম্পাদনা]ক্রম নং | নাম | দায়িত্ব গ্রহন | দায়িত্ব ত্যাগ |
---|---|---|---|
১ | আজিজুল রহমান | ১ জুন ১৯৭৩ | ৯ মার্চ ১৯৮৩ |
২ | এস আর শহিদ | ১ মার্চ ১৯৮৩ | ৩১ ডিসেম্বর ১৯৯৫ |
৩ | মোজাম্মেল হক | ১০ মার্চ ১৯৮৩ | ৩১ ডিসেম্বর ১৯৯৫ |
৪ | এম খলিলুর রহমান খান | ৩০ জুন ১৯৯৭ | ৯ সেপ্টেম্বর ২০০১ |
৫ | মোঃ খলিলুর রহমান | ১০ সেপ্টেম্বর ২০০১ | ৯ অক্টোবর ২০০৮ |
৬ | আনোয়ারুল ইসলাম | ১০ অক্টোবর ২০০৮ | ২১ মে ২০১২ |
৭ | জেড এইচ এম ফারুক (চলতি দায়িত্ব) | ২২ মে ২০১২ | ২৪ জুন ২০১২ |
৮ | আনোয়ারুল ইসলাম | ২৫ জুন ২০১২ | ২০ জুন ২০১৩ |
৯ | মোঃ আবদুল মঈদ | ২১ জুন ২০১৩ | ১৯ ফেব্রুয়ারি ২০১৫ |
১০ | মোঃ খয়রুল আলম | ২০ ফেব্রুয়ারি ২০১৫ | ২৯ এপ্রিল ২০১৭ |
১১ | ইলিয়াস হোসেন মোল্লা | ৩০ এপ্রিল ২০১৭ | ২৯ এপ্রিল ২০১৮ |
১২ | ফেরদৌস উদ্দিন আহমেদ | ৩০ এপ্রিল ২০১৮ | ১৭ ফেব্রুয়ারি ২০২০ |
১৩ | এহতেসাম আহম্মদ সিদ্দিকী | ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ১২ ডিসেম্বর ২০২২ |
১৪ | মোঃ সেলিম চৌধুরী | ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৩১ মে ২০২৩ |
১৫ | নেছার আহমেদ খান | ১ জুন ২০২৩ | বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রতিরক্ষা মন্ত্রণালয় : প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের ডিজি পদে এহতেসাম আহম্মদের যোগদান"। দৈনিক বণিক বার্তা। ৮ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ "এহতেসাম প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে মহাপরিচালক হিসেবে যোগদান"। দৈনিক ইনকিলাব। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৪। line feed character in
|শিরোনাম=
at position 36 (সাহায্য) - ↑ "প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়"। ৮ আগষ্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।