প্রথম সেনুসরেত (মধ্য মিশরীয়: z-n-wsrt; /suʀ nij ˈwas.ɾiʔ/; ইংরেজি: Sesostris I ও Senwosret I) ছিলেন মিশরের দ্বাদশ রাজবংশের দ্বিতীয় ফ্যারাও। তিনি রাজত্ব করেছিলেন খ্রিস্টপূর্ব ১৯৭১ থেকে ১৯২৬ অব্দ (মতান্তরে খ্রিস্টপূর্ব ১৯২০ অব্দ থেকে ১৮৭৫ অব্দ) পর্যন্ত।[২] প্রথম সেনুসরেত ছিলেন দ্বাদশ রাজবংশের সর্বাধিক শক্তিশালী রাজাদের অন্যতম। তাঁর বাবার নাম ছিল প্রথম আমেনেমহাত। প্রথম সেনুসরেত তাঁর খেপেরকারে প্রাক্-নামটির দ্বারাও পরিচিত, এই নামটির অর্থ “রে-র কা সৃষ্টি হয়”।[৩]