প্রথম তুমান বে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম তুমান বে
মিশর ও সিরিয়ার সুলতান
রাজত্ব২৫ জানুয়ারি – ২০ এপ্রিল ১৫০১
পূর্বসূরিআশরাফ জামবালাত
উত্তরসূরিআশরাফ কানসুহ ঘুরি
জন্মঅজ্ঞাত
মৃত্যু১৫০১ এর পরে
দাম্পত্য সঙ্গীখাওয়ান্দ ফাতিমা[১]
ধর্মসুন্নি ইসলাম

প্রথম তুমান বে ছিলেন মিশরের বুরজি রাজবংশের পঁচিশতম মামলুক সুলতান। তার পুরো নাম সুলতানুল মালিকুল আদিল আবুন নাসর সাইফুদ্দিন তুমান বে আশরাফি কাইতবেয়ি (আরবি: السلطان الملك العادل أبو النصر سيف الدين طومان باى الأشرفى قايتباى) তিনি ১৫০১ সালে প্রায় একশ দিন রাজত্ব করেছিলেন।

প্রথম তুমান বে যখন সুলতান নির্বাচিত হন, তখন তার বয়স প্রায় চল্লিশ বছর।[২] যদিও সুলতান হওয়ার আগে তিনি জনপ্রিয় ছিলেন। কিন্তু শীঘ্রই তিনি তার নিষ্ঠুর পদক্ষেপের কারণে সেই জনপ্রিয়তা হারান। একটি কথিত ষড়যন্ত্রের জন্য একজন আমিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নিন্দায় জনসাধারণের ঘৃণা প্রকাশিত হয়েছিল।

তিনি ক্ষমতাচ্যুত হন এবং আশরাফ কানসুহ ঘুরি তার স্থলাভিষিক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. D'hulster, Kristof; Steenbergen, Jo Van। "Family Matters: The Family-In-Law Impulse in Mamluk Marriage Policy"Annales Islamologiques47: 61–82। সংগ্রহের তারিখ ২০২১-১২-০১ 
  2. شفيق مهدى ( دكتور) : مماليك مصر و الشام, الدار العربية للموسوعات, بيروت 2008
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
আশরাফ জামবালাত
মিশরের মামলুক সুলতান
১৫০১
উত্তরসূরী
আশরাফ কানসুহ ঘুরি