প্রতিবাদ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রতিবাদ (২০০১-এর চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
প্রতিবাদ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহরনাথ চক্রবর্তী
প্রযোজকশ্রীকান্ত মোহতা
রচয়িতাঅঞ্জন চৌধুরী (গল্প, চিত্রনাট্য ও সংলাপ)
শ্রেষ্ঠাংশেপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অর্পিতা পাল
রঞ্জিত মল্লিক
লাবণী সরকার
দীপঙ্কর দে
সুরকারগান:
বাবুল বসু
ব্যাকগ্রাউন্ড স্কোর:
এস. পি. ভেঙ্কটেশ
চিত্রগ্রাহকভি. প্রভাকর
সম্পাদকস্বপন গুহ
প্রযোজনা
কোম্পানি
মুক্তি১৩ এপ্রিল ২০০১
স্থিতিকাল১৪৯ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

প্রতিবাদ হলো হরনাথ চক্রবর্তী পরিচালিত ২০০১ সালের একটি ভারতীয় বাংলা মারপিটধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্পিতা পাল এবং রঞ্জিত মল্লিক[১][২]

পটভূমি[সম্পাদনা]

গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের, যারা আর্থিকভাবে কষ্টে রয়েছেন। রানা এই চলচ্চিত্রের প্রধান চরিত্র। রানা একজন সাহসী ব্যক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্দান্ত যোদ্ধা। একবার তিনি ট্রেনে ভ্রমণ করার সময় তার গর্ভবতী বোনের জন্য একটি আসন পাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু ট্রেনের কোনো যাত্রী আসন দিতে রাজি হননি। ট্রেনে কিছু চোর ছিল যারা লুটপাট শুরু করেছিল, রানা তা থেকে সবাইকে রক্ষা করেন। তার এই সাহসিকতার জন্য তাকে পুলিশ অফিসারের চাকরি দেওয়া হয়। রানার এখতিয়ার এলাকায় বিকাশ নামে এক বিধায়ক থাকতেন, যিনি দুর্নীতিবাজ ছিলেন এবং অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন। সেখানে আজাদ নামে একজন থাকতেন, যিনি সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। বিধায়ক বিকাশের মেয়ে জয়া রানার প্রেমে পড়েন। রানার বোন যখন সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন, তখন বিধায়ক বিকাশ রানাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে রানার বোন আহত হন এবং শেষ পর্যন্ত মারা যান। এরপর রানা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত বিধায়ক বিকাশের আসল চরিত্র প্রকাশ পায় এবং রানার সাথে গুরুতর লড়াইয়ে বিকাশ মারা যান।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. FilmiClub। "Pratibad (2001) Complete Cast & Crew"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২১ 
  2. Watch Pratibad Full Bengali Movie Online, সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]