প্রতাপ সিংহ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মহারাণা প্রতাপ সিং | |
---|---|
মেওয়ারের রাজা ও রাজপুতানার বীর পুত্র | |
![]() | |
রাজত্বকাল | ১৫৭২–১৫৯৭ |
রাজ্যাভিষেক | মার্চ ১, ১৫৭২ |
জন্ম | ৯ মে ১৫৪০ |
জন্মস্থান | কুম্বলগড় কেল্লা, রাজস্থান, ভারত |
মৃত্যু | ১৯ জানুয়ারি ১৫৯৭ | (বয়স ৫৬)
মৃত্যুস্থান | চাবিন্দা, রাজস্থান, ভারত |
পূর্বসূরি | উদয় সিং |
উত্তরসূরি | প্রথম অমর সিং[১] |
দাম্পত্যসঙ্গী | মহারাণী আজাবদে[২] (১৪ স্ত্রী) |
দাম্পত্যসঙ্গী | মহারাণী আজাবদে |
সন্তানাদি | অমর সিং ভগবান দাস (১৭ পুত্র) |
রাজবংশ | শিশোদিয়া |
পিতা | উদয় সিং |
মাতা | মহারাণী জৈবন্ত বাই[২] |
ধর্মবিশ্বাস | হিন্দুধর্ম |
মহারাণা প্রতাপ বা প্রতাপ সিং (মে ৯, ১৫৪০ – জানুয়ারি ১৯, ১৫৯৭) মেওয়ারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা। মেওয়ার উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশ, বর্তমানে এই প্রদেশ রাজস্তান রাজ্যের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন।
হলদিঘাঁটির যুদ্ধ[সম্পাদনা]
রানা প্রতাপের রাজ্জ্যাভিষেকের কিছু পরেই ১৮ই জুন ১৫৭৬ সালে মেবার ও মুঘলদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। মুঘল সম্রাট আকবর হলদিঘাঁটির নিয়ন্ত্রণ চেয়েছিলেন সুদূর গুজরাট পর্যন্ত বাণিজ্য পথ সুগম করতে। মেবার রানা তা মেনে না নেয়ায় যুদ্ধ অনিবার্য হয়।[আকবর] চিতোর দুর্গ আক্রমণ করেন। আকবরের নেতৃত্বে মুঘল বাহিনী এই যুদ্ধে জয় লাভ করে। ১৫৭৮ সালে আকবরের কাছে মেবারের প্রধান দুর্গ চিতোরের পতন ঘটে।
তথ্যসূত্র[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে মহারাণা প্রতাপ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ↑ Sarkar, Jadunath (১৯৯৪)। A History of Jaipur : c. 1503 - 1938। Orient Longman। পৃষ্ঠা 83। আইএসবিএন 9788125003335।
- ↑ ক খ Rana, Bhawan Singh (২০০৪)। Maharana Pratap। Diamond Pocket Books। পৃষ্ঠা 28, 105। আইএসবিএন 9788128808258।