প্রকাশ কৈরালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রকাশ কৈরালা
২০১৮ সালে প্রকাশ কৈরালা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তানেপাল

প্রকাশ কৈরালা (নেপালি: प्रकाश कोइराला, উচ্চারণ) নেপালের একজন রাজনীতিবিদ। তিনি নেপালের সাবেক পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী বিশ্বসওয়ার প্রসাদ কৈরালাের পুত্র। ১৯৯৯ সালের নির্বাচনে নেপালি কংগ্রেসের হয়ে তিনি প্রতিনিধী সভায় নির্বাচিত হন।[১] তাঁর মেয়ে বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা ও তার ছেলে অভিনেতা সিদ্ধার্থ কৈরালা

১৫ জুলাই ২০০৫, যখন শের বাহাদুর দেওবা সরকারকে বরখাস্ত করা হয়, তখন তিনি পূর্বকালীন রাজা জ্ঞানেন্দ্রের রাজকীয় মন্ত্রিসভায় নেপালের পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Election Commission of Nepal"। ১২ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২০ 
  2. "Archived copy"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১১