প্যাপিলিও বায়ানর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমন পিকক
Common Peocock
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Papilionidae
গণ: Papilio
প্রজাতি: P. bianor
দ্বিপদী নাম
Papilio bianor
প্রতিশব্দ

Papilio polyctor

কমন পিকক/নীলমোউরাল(বৈজ্ঞানিক নাম: Papilio bianor (Cramer)) এক বড় আকারের প্রজাপতি, যার মূল শরীরটা কালো বর্ণের এবং পিছনের ডানায় চওড়া নীল পটি দেখা যায়। এরা 'প্যাপিলিওনিডি' পরিবারের এবং 'প্যাপিলিওনিনি' উপগোত্রর সদস্য।[১][২]

আকার[সম্পাদনা]

কমন পিকক এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৯০-১৩০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]

উপপ্রজাতি[সম্পাদনা]

  • P. b. okinawensis
  • P. b. ryukyuensis
  • P. b. amamiensis
  • P. b. tokaraensis
  • P. b. hachijonis
  • P. b. kotoensis Sonan, 1927
  • P. b. thrasymedes Fruhstorfer 1909
  • P. b. polyctor Boisduval, 1836
  • P. b. ganesa Doubleday, 1842
  • P. b. gladiator Fruhstorfer, 1902

বিস্তার[সম্পাদনা]

এই প্রজাতি ভারত এর পশ্চিমবঙ্গ, সিকিম,[৪] জন্মু-কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতির একটি পূর্বতন উপপ্রজাতি Papilio bianor polyctor (West Himalayan Common Peacock) কে বর্তমানে সম্পূর্ন নতুন একটি প্রজাতি Papilio polyctor (Woolly-branded peacock) হিসাবে গণ্য করা হয়।[৫]

ডানার উপরিতল কালো এবং সবুজ আঁশে ঘনভাবে ছাওয়া। সামনের ডানায় একটি নিষ্প্রভ (diffuse) সোনালী সবুজ পষ্ট ডিসকাল বন্ধনী লক্ষ্য করা যায়। পিছনের ডানার উজ্জ্বল ধাতব নীল/সবুজ ডিসকাল পটিটি (patch) সেল এ প্রবেশ করে না। উক্ত নীল পটির ভিতরের প্রান্ত সরলরৈখিক (straight) এবং ঝাপসা অথবা অস্পষ্ট (diffuse)। সামনের ডানার কোস্টা আর্চ আকৃতির (arched) এবং টার্মেন সামান্য অবতল (concave)। পিছনে ডানায় ৩ থেকে ৪টে অর্ধচন্দ্রাকৃতি বেগুনি আভাযুক্ত লাল (claret red) মার্জিনাল ছোপ বর্তমান। পিছনের ডানা লম্বা লেজযুক্ত।[৬]

ডানার নিম্নতল কালচে বাদামী অথবা ধূসর কালো বর্নের। সামনের ডানায় ডিসকাল থেকে সাবটার্মিনাল অংশ জুড়ে খুব চওড়া ছাইরঙা বন্ধনী চোখে পড়ে যা কোস্টা থেকে উৎপন্ন হয়ে যত নীচের দিকে নেমে গেছে, ক্রমশ ততই কম চওড়া হয়েছে। পিছনের ডানায় কোস্টা থেকে লাল টর্নাল ছোপের উপর পর্যন্ত একসারি অর্ধাচন্দ্রাকৃতি লাল সাব-টার্মিনাল ছোপ বক্রাকারে বিন্যস্ত। টার্মেন পর্যায় ক্রমে সাদা এবং কালো।[৬]

স্ত্রী এবং পুরুষ উভয় প্রকার অনুরূপ। পুরুষ প্রকারে সামনের ডানার উপরিপৃষ্ঠে রোয়াবৃত দাগ (woolly streak) অথবা scent scale থাকে।[৬]

আচরণ[সম্পাদনা]

এই প্রজাতির উড়ান অন্যান্য 'পিকক' দের মতনই দ্রুত। এদের আর্দ্র-ঋতু রূপ (wet season form) এর আকার শুষ্ক-ঋতু রূপ (dry season form) অপেক্ষা বড় হয়। শীত এবং বসন্তের বৃষ্টিহীন শুষ্ক সময়ে জঙ্গলের অভ্যন্তরে অথবা বাইরে পাহাড়ি ঝর্না, নদী অথবা নালার পাশে ভিজে ছোপ, ভিজে মাটি অথবা বালিতে এদের (পুরুষ প্রকার) প্রচুর সংখ্যায় একসাথে মাড্‌-পাডল করতে দেখা যায়। মাড-পাডল করার সময় এরা ডানা বন্ধ করে অথবা খোলা রাখে অন্যান্য পিকক দের মত। বর্ষার সময় প্রায়শই এই প্রজাতির দেখা পাওয়া যায় বাগানে অথবা অন্যান্য ফুল গাছ যুক্ত অঞ্চলে যেখানে এরা দল বেঁধে মধু পান করে। বিভিন্ন ফুলে মধুপান করলেও এদের সবচাইতে প্রিয় হল Buddleia। ৬০০-২১০০ মিটার উচ্চতার মধ্যে হিমালয়ের বনাঞ্চল এবং উষ্ণ উপত্যকা (warm valley) এদের প্রিয় বাসভূমি। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত এদের বিচরণ লক্ষ্য করা যায়।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Perveen F, Khan A, Sikander (২০১৪)। "Characteristics of butterfly (Lepidoptera) fauna from Kabal, Swat. Pakistan." (পিডিএফ)Journal of Entomology and Zoology Studies2 (1): 56–69। 
  2. Dong Y, Zhu LX, Wu YF, Wu XB (ডিসেম্বর ২০১৩)। "The complete mitochondrial genome of the Chinese peacock, Papilio bianor (Insecta: Lepidoptera: Papilionidae)"। Mitochondrial DNA24 (6): 636–8। এসটুসিআইডি 1611016ডিওআই:10.3109/19401736.2013.772161পিএমআইডি 23442187 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 171। আইএসবিএন 9789384678012 
  4. Sonam, Wangchuk Lepcha (২০২৩)। Thamblyok- A Guide to the Butterflies of Dzongu-Sikkim Himalaya। Sikkim: Noom Panang। পৃষ্ঠা 166। আইএসবিএন 9789356273757 
  5. "TAXONOMY OF INDIAN PAPILIO"Butterflies of India। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৪ 
  6. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 387। আইএসবিএন 978-8170192329 
  7. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 135। আইএসবিএন 978 019569620 2