পোগো (টেলিভিশন চ্যানেল)
অবয়ব
(পোগো টিভি থেকে পুনর্নির্দেশিত)
পোগো | |
---|---|
উদ্বোধন | ১ জানুয়ারি ২০০৪ |
মালিকানা | ওয়ার্নার ব্রস. ডিসকভারি[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি তামিল তেলুগু |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | কার্টুন নেটওয়ার্ক ডব্লিউবি এইচবিও সিএনএন |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পোগো হলো ওয়ার্নার ব্রস. ডিসকভারি মালিকানাধীন একটি ভারতীয় স্যাটেলাইট এবং উপগ্রহ টেলিভিশন চ্যানেল। এটি ওয়ার্নারমিডিয়ার একটি ইউনিট যা প্রাথমিকভাবে অ্যানিমেটেড এবং কিছু সরাসরি অনুষ্ঠান প্রচার করেছিল। এটির প্রধান কার্যালয় ভারতের মহারাষ্ট্রে মুম্বইয়ে অবস্থিত।
থাইল্যান্ডে পোগো পারিবারিক চ্যানেল ১৩-এ দুই ঘণ্টা পারিবারিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ হিসেবে উপলব্ধ ছিল।[২] এটি কার্টুন নেটওয়ার্কের সাথে একই মালিকানার অধীনস্থ চ্যানেল। পোগোর লক্ষ্য ভারতের দশটি শহর জুড়ে ১ মিলিয়ন শিশুদের বিনোদন দেওয়া।[৩]
অনুষ্ঠানমালা
[সম্পাদনা]বর্তমান অনুষ্ঠান
[সম্পাদনা]- অ্যান্ডি পার্কি[৪]
- ছোটা ভীম
- গ্রিজি অ্যান্ড দ্য লেমিংস
- কালারি কিডস[৫]
- মাইটি রাজু[৬]
- মিস্টার বিন: দি অ্যানিমেটেড সিরিজ[৭]
- অডবডস
- পিঙ্গু ইন দ্য সিটি
- সুপার ভীম[৮]
- টিক টাক টেল
- মিস্টার বিন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইন্ডিয়া অরিজিনাল - এক্সচেঞ্জ৪মিডিয়ার মাধ্যমে পোগো এবং কার্টুন নেটওয়ার্ক স্থানীয়ভাবে উপলব্ধ"। এক্সচেঞ্জ৪মিডিয়া। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।
- ↑ "থাইল্যান্ড পোগো আনল টার্নার"। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮।
- ↑ "পোগোর লক্ষ্য ১ মিলিয়ন শিশুর জন্য বিনোদন উপহার দেওয়া"। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "টার্নারের পোগো চ্যানেল নতুন কৌতুকভিত্তিক অনুষ্ঠান 'অ্যান্ডি পার্কি' প্রচার শুরু করেছে"। ২৭ নভেম্বর ২০১৭। ১৪ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৭।
- ↑ "পোগো চ্যানেলের লেট কাটারি শিশুদের নিয়ে যাবে জাদুময় জঙ্গলে"। তেলাঙ্গানা টুডে। ১৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।
- ↑ "পোগোতে প্রচারিত হবে মাইটি রাজু"। ৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।
- ↑ "কিশোর-কিশোরীদের জন্য মিস্টার বিন নিয়ে ভারতে টার্নার"। Indian Television Dot Com (ইংরেজি ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২০।
- ↑ "সুপার ভীম প্রতি সপ্তাহে প্রচারিত হবে"। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭।