বিষয়বস্তুতে চলুন

পে-মা-'ফ্রিন-লাস (তিব্বত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পে-মা-'ফ্রিন-লাস (ওয়াইলি: pe ma 'phrin las) (১৬৪১-১৭১৭) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহার নামক অন্যতম প্রধান বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

পে-মা-'ফ্রিন-লাস ১৬৪১ খ্রিষ্টাব্দে তিব্বতের মোন-ম্খার-র্নাম-স্রাস-গ্লিং (ওয়াইলি: mon mkhar rnam sras gling) নামক স্থানের প্রাসাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কার্মা-ফুন-ত্শোগ্স-দ্বাং-পো (ওয়াইলি: karma phun tshogs dbang po) এবং মাতার নাম ছিল রিগ-'দ্জিন বু-খ্রিদ-দ্বাং-মো (ওয়াইলি: karma phun tshogs dbang po)। ছয় বছর বয়সে ব্স্তান-'দ্জিন-নোর-বু (ওয়াইলি: bstan 'dzin nor bu) নামক তৃতীয় য়োল-মো-স্প্রুল-স্কু (ওয়াইলি: yol mo sprul sku) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে ঙ্গাগ-গি-দ্বাং-পো নামক র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের প্রধানের পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন এবং র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারে প্রধান রূপে অধিষ্ঠিত করেন। এই বিহারের পৃষ্ঠপোষক পঞ্চম দলাই লামা তাকে দীক্ষা প্রদান করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন স্মান-লুং-পা-ব্লো-ম্ছোগ-র্দো-র্জে (ওয়াইলি: sman lung pa blo mchog rdo rje), স্মিন-গ্লিং-গ্তের-ছেন-'গ্যুর-মেদ-র্দো-র্জে (ওয়াইলি: smin gling gter chen 'gyur med rdo rje), ব্কা'-'গ্যুর-বা-ম্গোন-পো-ব্সোদ-নাম্স-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: bka' 'gyur ba mgon po bsod nams mchog ldan) প্রভৃতি। তিনি পোতালা প্রাসাদে দীর্ঘদিন মুখ্য আচার বিভাগীয় আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন। পে-মা-'ফ্রিন-লাস র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের তন্ত্র সম্বন্ধে বেশ কিছু গ্রন্থ রচনা করেন। এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল অনুত্তরযোগতন্ত্রের ওপর রচিত 'দুস-পা-ম্দো'ই-দ্বাং-ছোগ-দ্ক্যিল-ল'খোর-র্গ্যা-ম্ত্শো'ই-'জুগ-ঙ্গোগ্স (ওয়াইলি: 'dus pa mdo'i dbang chog dkyil l'khor rgya mtsho'i 'jug ngogs) নামক গ্রন্থটি। ১৭১৭ খ্রিষ্টাব্দে দ্জুঙ্গার মোঙ্গলদের দ্বারা র্ন্যিং-মা ধর্মসম্প্রদায় বিরোধী সামরিক অভিযানের সময় তাকে হত্যা করা হয় এবং র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারকে ভস্মীভূত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chhosphel, Samten (2012-10)। "The Fourth Dorje Drak Rigdzin, Pema Trinle"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-22  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন

[সম্পাদনা]
  • Dudjom Rinpoche. 2002. The Nyingma School of Tibetan Buddhism. Gyurme Dorje and Matthew Kapstein, trans. Boston: Wisdom.
  • Dalton, Jacob. 2002. The Uses of the Dgongs pa 'dus pa'i mdo in the Development of the Nyingma School of Tibetan Buddhism. PhD dissertation, University of Michigan, pp. 161–203.
পূর্বসূরী
ঙ্গাগ-গি-দ্বাং-পো
পে-মা-'ফ্রিন-লাস
চতুর্থ র্দো-র্জে-ব্রাগ-রিগ-'দ্জিন-ছেন-পো
উত্তরসূরী
স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ
পূর্বসূরী
ঙ্গাগ-গি-দ্বাং-পো
পে-মা-'ফ্রিন-লাস
র্দো-র্জে-ব্রাগ বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান
উত্তরসূরী
স্কাল-ব্জাং-পে-মা-দ্বাং-ফ্যুগ