পেয়ারিমোহন আচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেয়ারিমোহন আচার্য ছিলেন ১৯ শতকের একজন ইতিহাসবিদ, শিক্ষাবিদ, এবং ভারতের আধুনিক ওড়িশা রাজ্যের কটকের জন বুদ্ধিজীবী। তিনি তাঁর ওডিসার ইতিহাস (ওড়িশার ইতিহাস) জন্য পরিচিত যা ১৮৭৯ সালে প্রকাশিত হয়েছিল। স্কুলে ব্যবহারের জন্য পাঠ্যপুস্তক খুঁজতে খুঁজতে তৎকালীন ঔপনিবেশিক সরকারের একটি বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় প্যারিমোহন এই ইতিহাস রচনা করেন। বইটি সরকার কর্তৃক গৃহীত হলেও, এর প্রকাশনা একটি বিতর্কের সৃষ্টি করেছিল এবং ফলস্বরূপ স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। ওডিসার ইতিহাস তথাপি প্রাধান্য লাভ করে কারণ এটি ছিল প্রথম ইতিহাস পাঠ্যপুস্তক যা একজন স্থানীয় লেখকের লেখা। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Satpathy, Siddharth (২০১৫)। "Reading History in Colonial India"। Historical Teleologies in the Modern World (ইংরেজি ভাষায়)। Bloomsbury Publishing। পৃষ্ঠা 143। আইএসবিএন 9781474221085