পুনর্মিলন (১৯৪০-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পুনর মিলন থেকে পুনর্নির্দেশিত)
পুনর্মিলন
পরিচালকনাজম নকভি
রচয়িতাশরদিন্দু বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেকিশোর সাহু
স্নেহপ্রভা প্রধান
সুরকাররামচন্দ্র পাল
চিত্রগ্রাহকআরডি পরিনিজা
প্রযোজনা
কোম্পানি
বোম্বে টকিজ
মুক্তি
  • ১৯৪০ (1940)
দেশভারত
ভাষাহিন্দি

পুনর্মিলন হল‌ ১৯৪০ সালে‌র‌ একটি হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র[১][২] সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিশোর সাহু ও স্নেহপ্রভা প্রধান।

পটভূমি[সম্পাদনা]

ডাঃ মোহন একটি ধনী ব্রাহ্মণ পরিবারের ব্যক্তি। শোভনার সঙ্গে বিয়ের দিন তাঁর জাত নিয়ে প্রশ্ন ওঠে। বারবার দাবি করার পর, মোহন স্বীকার করেন যে তিনি একটি নিম্নবর্ণের লোক। সবাই হতবাক এবং বিয়ে বাতিল হয়ে যায়, মোহনের পরিবারকে অবাক করে দেয় যে কেন সে নিজেকে একজন অস্পৃশ্য ব্যক্তি বলে দাবি করে।

অভিনয়শিল্পী[সম্পাদনা]

  • কিশোর সাহু
  • স্নেহপ্রভা
  • দেবিকা রানী
  • শাহ নেওয়াজ
  • পিএফ পিঠাওয়ালা
  • মমতাজ আলী
  • অঞ্জলি দেবী

সংগীত[সম্পাদনা]

গান
না. শিরোনাম প্লেব্যাক দৈর্ঘ্য
১. "আয়া রে পরদেশী সাজনাওয়া" রাজকুমারী দুবে , রামচন্দ্র পাল ৪:২২
২. "গভীর জালালে আশা কা" স্নেহপ্রভা প্রধান ২:২৫
৩. "হাঁসলে যে ভর কর হাঁসলে" স্নেহপ্রভা প্রধান ২:৩১
৪. "কর লে কাম ভজ লে রাম" রামচন্দ্র পাল ১:৫৪
৫. "মেরা গীত ভারা সঙ্গীত ভারা মনওয়া" স্নেহপ্রভা প্রধান ১:৪৮
৬. "ও জিনেওয়ালে হংসে হংসে জিনা" অরুণ কুমার ২:১৯
৭. "সুনি সেজারিয়া সাইয়ান তু এক বেরি আজা" রাজকুমার ৩:২৫
৮. "নাচো নাচো প্যারে মন কে মোর" স্নেহপ্রভা প্রধান, অরুণ কুমার ৩:০৬
৯. "আও বানায়ে ঘর পেয়ারা" স্নেহপ্রভা প্রধান, অরুণ কুমার ২:৩৯
১০. "সুনি সেজারিয়া সাইয়ান"

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bollywood Hindi Movie"। Gomolo.com। ১৪ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২ 
  2. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। British Film Institute। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]