পিটার হিটন-জোন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটার হিটন-জোন্স
Member of Parliament
for North Devon
কাজের মেয়াদ
7 May 2015 – 6 November 2019
পূর্বসূরীNick Harvey
উত্তরসূরীSelaine Saxby
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলকনজারভেটিভ
প্রাক্তন শিক্ষার্থীUniversity of London
ওয়েবসাইটOfficial website

পিটার হিটন-জোন্স (জন্ম ১৯৬৩) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ, সাংবাদিক এবং সম্প্রচারক। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে তিনি প্রথম নর্থ ডেভনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১] তিনি সংসদ থেকে সরে দাঁড়ানোর সময় ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে দুটি সরকারি বিভাগে সংসদীয় একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এর আগে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উভয় দেশের মিডিয়াতে সিনিয়র পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি যুক্তরাজ্যের বিবিসি জাতীয় এবং স্থানীয় রেডিও স্টেশনগুলিতে সংবাদ অনুষ্ঠান সম্পাদনা ও উপস্থাপনা করেন এবং পূর্বে অস্ট্রেলিয়ায় এবিসি রেডিও নেটওয়ার্কগুলির বিপণনের প্রধান ছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হিটন-জোনস লন্ডনে থাকেন।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Peter Heaton-Jones retires from Swindon Borough Council"peterheatonjones.org.uk। ৯ এপ্রিল ২০১৪। ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০ 
  2. "About Peter"। Personal website। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "IPSA"। GOV.UK। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮