পিটারের মুক্তি (চিত্রকর্ম)
পিটারের মুক্তি (স্পেনীয়ঃ Liberación de Pedro) ১৬৬৫-১৬৬৭ সময়কালে স্প্যানিশ চিত্রকর বার্তোলোমে এস্তেবান মুরিলো কর্তৃক ক্যানভাসে অঙ্কিত তৈলচিত্র, যেখানে বাইবেলের দ্বাদশ অধ্যায়ের ৫-১২ স্তবকে বর্ণিত সাধু পিটারের মুক্তির একটি দৃশ্য চিত্রায়িত হয়েছে। ১৮৫২ সাল থেকে চিত্রকর্মটি সেইন্ট পিটার্সবার্গের হার্মিটেজ যাদুঘরে সংরক্ষিত আছে।[১]
ইতিহাস
[সম্পাদনা]এটি সেভিলের 'হারমান্দাদ দে লা ক্যারিদাড'(অনুঃ দানবীর ভ্রাতা) জন্য বার্তেলোমো'র আঁকা আটটি চিত্রের মধ্যে মধ্যে একটি। এই আটটি চিত্রের মধ্যে কেবল চারটি এখনও স্পেনে আছেঃ দ্য মিরাকল অব দ্য লোভস এন্ড ফিসেস, মোজেস এট দ্য রক অব হোরেব, সেন্ট এলিজাবেথ অব হাঙ্গেরি, এবং সেইন্ট জন অব গুড। অন্যান্য চারটি চিত্রকর্ম ফ্রান্সের মার্শাল সৌল্ট, ১৮১২ সালে লুট করেছিলেন। এই চারটি চিত্রকর্মের মধ্যে আব্রাহাম ওয়েলকামিং থ্রি অ্যাঞ্জেলস কানাডার জাতীয় গ্যালারীতে; ক্রাইস্ট হিলিং প্যারালাইটিক এট দ্য পুল অব বেথেসদা লন্ডনের জাতীয় গ্যালারীতে; দ্য রিটার্ন অফ দ্য প্রোডিগাল সন ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারী অফ আর্টে সংরক্ষিত আছে।[২] পিটারের মুক্তি চিত্রটি ১৮৫২ সালে মার্শাল শৌল্টের সংগ্রহশালা হতে হার্মিটেজ জাদুঘরের জন্য কেনা হয়েছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Liberation of St Peter"। হারমিটেজ জাদুঘর। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- ↑ "The Prado Restores 'Saint John of God, one of eight Murillo works for the Brothers of Charity in Seville"। ইউরোপা প্রেস (স্পেনীয় ভাষায়)। europapress.es। ২০০৬-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।