পামেলা কোলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পামেলা কোলা ছিলেন একজন কেনিয়ান লেখক, যিনি পূর্ব আফ্রিকান পৌরাণিক কাহিনী, কিংবদন্তি এবং কল্পকাহিনী সম্পর্কে তার শিশুতোষ বইয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

জীবনী[সম্পাদনা]

কেনিয়ায় জন্মগ্রহণ করেন, কোলা লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, শিক্ষায় ডিগ্রি লাভ করেন। [১] কোলা নাইরোবিতে একটি নার্সারি চালাতেন। তিনি ১৯৬০ সালে ইস্ট আফ্রিকান পাবলিশিং হাউসের সাথে শিশুতোষ বইয়ের একটি লাইন তৈরি করতে সহযোগিতা করেছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pamela Kola Biography"www.encyclopedia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯ 
  2. "Pamela Kola East African Stories"www.africanbookscollective.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯