পাপারাৎসি
পাপারাৎসি (ইতালীয়: Paparazzi) যা পাপারাজ্জি নামেও পরিচিত। এটি মূলত একটি বহুবাচক শব্দ, যা এসেছে একবাচক ইতালীয় শব্দ paparazzo থেকে।[১][২]। শব্দটি দ্বারা এমন সব আলোকচিত্রীদের বোঝানো হয়, যারা নির্দিষ্ট কোনো মঞ্চ বা অনুষ্ঠান ছাড়া তারকাদের অসচেতন ও ব্যক্তিগত মুহুর্তের ছবি তোলেন। তারা এমন সময় ছবি তোলেন যখন, তারকারা চান না এই ছবিগুলো কেউ তুলুক বা বাইরের জীবনে প্রকাশ হোক। যেমন: তারা যখন দোকানে বা মার্কেটে যান, কোনো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন, বা সমুদ্রসৈকতে অবকাশযাপন করেন ইত্যাদি। এটি কোনো সংবাদমাধ্যমের নিজস্ব আলোকচিত্র গ্রহণের স্থান নয়, যেমনটা হয়ে থাকে কোনো প্রেস কনফারেন্স, বা লাল গালিচা সংম্বর্ধনার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারকারাও চান যে, তাদের ছবি সেখানে তোলা হোক।
পাপারাৎসিরা সচারচর স্বাধীন কর্মজীবি, এবং তারা মূলধারার গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট নন।[৩] কিন্তু তারা যেহেতু তারকাদের নিয়ে কাজ করেন, এবং একই কাজটি করে তারকা সংশ্লিষ্ট ম্যাগাজিন ও পত্রিকাগুলোও, তাই মাঝে মাঝে পাপারাৎসিদের সাথে তাদের পার্থক্য করা দুষ্কর হয়ে পড়ে।[৩]
মূল্য
[সম্পাদনা]পাপারাজ্জিরা তাদের ছবি বিভিন্ন টিভি চ্যানেল ও মিডিয়া হাউসের কাছে বিক্রি করেন। কখনো কখনো একটি ছবি বিক্রি করেই অত্যন্ত উচ্চমূল্য পাওয়া যায়। বেশ কিছু ছবি উচ্চমূল্যে বিক্রি হয়েছে, যেমন প্রিন্সেস ডায়ানার বিভিন্ন ছবি, ঐশ্বরিয়া রাই বচ্চনের কোলে আরাধ্যর প্রথম ছবি, শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম, রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের অবকাশ যাপনের ছবি।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "webster.com"। Merriam-Webster Online Dictionary - Definition of paparazzo। ২০০৬-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-২০।
- ↑ "dictionary.reference.com"। paparazzo - Definitions from Dictionary.com (sources: The American Heritage Dictionary of the English Language, Fourth Edition, 2000, and WordNet 2.0, Princeton University, 2003)। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-২০।
- ↑ ক খ Is Everyone a Journalist? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুন ২০১০ তারিখে, Tony Sonenshine, American Journalism Review, October 1997.
- ↑ পাপারাজ্জিদের নিয়ে আতঙ্ক বলিউডে, প্রথম আলো, ২৭ অক্টোবর ২০১৯