পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়
PAU
ধরনসরকারী
স্থাপিত১৯৬২
উপাচার্যবলদেভ সিং ধীলন
অবস্থান, ,
শিক্ষাঙ্গনপৌর
অধিভুক্তিUGC, ICAR[১]
ওয়েবসাইটwww.pau.edu
মানচিত্র

লুধিয়ায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ভারতের একটি রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬২ সালের ৮ জুলাই এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। এই বিশ্ববিদ্যালয় ১৯৬০ এর দশকে ভারতে সবুজ বিপ্লব শুরু করে।

তথ্যসূত্র[সম্পাদনা]